সাসপেন্ড ও বহিষ্কৃত 51 জন জুনিয়র ডাক্তার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ

থ্রেট কালচারের অভিযোগ থাকায় আরজি কর হাসপাতাল থেকে সাসপেন্ড ও বহিষ্কৃত 51 জন জুনিয়র ডাক্তার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন । তাঁদের সাসপেনশন ও এক্সপেল করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সোমবার তাঁরা মামলা দায়ের করেছেন ৷এই নিয়ে হাইকোর্টের বেঞ্চের বিচারপতি পার্থসারথি সেনের দৃষ্টি আকর্ষণ করা হয় । মামলা দায়েরের আবেদন মঞ্জুর করেছেন বিচারপতি । আগামী 18 অক্টোবর এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে ।
উল্লেখ্য, আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বলে পরিচিত 51 জন জুনিয়র ডাক্তারকে সাসপেন্ড করে হাসপাতাল কর্তৃপক্ষ । তাঁদের বিরুদ্ধে মূলত থ্রেট কালচারে জড়িত থাকা-সহ একাধিক অভিযোগ রয়েছে । এঁদের বিরুদ্ধে তদন্ত করা হবে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ ।
আরজি কর হাসপাতালের স্পেশাল কাউন্সিলের বৈঠকে 51 জন জুনিয়র ডাক্তারকে সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয় । তাঁদের বিরুদ্ধে তদন্ত চলবে বলে জানানো হয় । পড়ুয়াদের অভিযোগের ভিত্তিতে তাঁদের বিরুদ্ধে তদন্ত করা হবে । তদন্ত শেষ না-হওয়া পর্যন্ত তাঁদের হাসপাতালে প্রবেশের ব্যাপারেও নিষেধাজ্ঞা জারি করে হাসপাতাল কর্তৃপক্ষ ।

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author