সুবিচার এর দাবিতে রাজভবন অভিযানে জুনিয়র ডাক্তাররা
আরজি কর হাসপাতালে ধর্ষণ ও খুন কাণ্ডে এবার রাজভবন অভিযানের ডাক জুনিয়র ডাক্তারদের। সিবিআই তদন্তে অনাস্থা জানিয়ে সোমবার রাজভবন অভিযানের ডাক দেওয়া হয়েছে। এ দিনই রাজভবনে একটি ডেপুটেশনও জমা দেবেন তাঁরা। ধর্মতলার অনশন মঞ্চ থেকে ডোরিনা ক্রসিং, বেন্টিঙ্ক স্ট্রিট হয়ে রাজভবনে যাবে এই মিছিল। পাশাপাশি সাধারণ মানুষের ভিড়ও জমতে শুরু করেছে। জুনিয়র ডাক্তারদের অভিযোগ, সিবিআই তদন্ত নিয়ে তাঁদের নানা প্রশ্ন রয়েছে। ঠিকমতো তদন্তের দাবিতেই এবার রাজভবনের দ্বারস্থ হচ্ছেন জুনিয়র ডাক্তাররা। এই কর্মসূচি ঘিরে বাড়তি পুলিশ মোতায়েন করেছে লালবাজার।
আরজি কর কাণ্ডে সিবিআই চার্জশিট নিয়ে অনাস্থা প্রকাশ করে এই মিছিল করা হচ্ছে। এই মিছিলের একেবারে সামনে রয়েছে একটি ফেস্টুন, সেখানে লেখা ‘বিচার যখন প্রহসন, লড়াই তখন আমরণ’। দুপুর আড়াইটা নাগাদ শুরু হয়ে গিয়েছে মিছিল। স্লোগান তুলে রাজভবনের দিকে এগোচ্ছে জুনিয়র ডাক্তারদের মিছিল। এদিনের মিছিলে যোগ দিয়েছেন একাধিক তারকা ও বিদ্বজন। মিছিলে রয়েছেন দেবলীনা দত্ত ও চৈতি ঘোষাল। এর পাশাপাশি ডাক্তারদের মিছিলে দেখা গিয়েছে হুইল চেয়ারে বসে আছি প্রবীণ মহিলাকেও।