সুপ্রিম কোর্টের নির্দেশের পরে সমস্ত স্কুল, হাসপাতাল থেকে সিভিক ভলেন্টিয়ারদের সরানো হলো
আরজি কর মেডিক্যাল কলেজে মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় সুপ্রিম কোর্টে ষষ্ঠ শুনানির পরেই তৎপর কলকাতা পুলিশ। মঙ্গলবারের শুনানিতে স্কুল এবং হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ জায়গার নিরাপত্তার দায়িত্বে সিভিক ভলান্টিয়ার নিযুক্তিতে নিষেধাজ্ঞাও জারি করেছিল সুপ্রিম কোর্ট। সেই নিষেধাজ্ঞা এ বার বলবৎ করল কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (সদর) মিরাজ খালিজ এক নির্দেশিকা জারি করে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার মধ্যে সমস্ত স্কুল এবং হাসপাতালের নিরাপত্তার দায়িত্ব থেকে সিভিক ভলান্টিয়ারদের সরানোর নির্দেশ দিয়েছেন।প্রধান বিচারপতি বলেছিলেন, ‘‘পরের শুনানিতে হলফনামা দিয়ে বিস্তারিত ভাবে জানাতে হবে।’’ শুধু তা-ই নয়, প্রধান বিচারপতি আরও বলেছিলেন, ‘‘রাজ্যকে হলফনামায় নিশ্চিত করতে হবে স্কুল, হাসপাতালের মতো কোনও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে সিভিক ভলান্টিয়ার কোনোভাবে রাখা যাবে না। এমনকি, কোনও থানা এবং তদন্তের সঙ্গে জড়িত কোথাও কোনো সিভিক ভলান্টিয়ার নিয়োগ করা হয়নি, তা ও নিশ্চিত করতে হবে রাজ্য সরকারকে।’’ সুপ্রিম কোর্টের এই নিষেধাজ্ঞার পরেই পদক্ষেপ নিলো কলকাতা পুলিশ।