কৃষ্ণনগরের ছাত্রীর খুনে নমুনা সংগ্রহ করতে হাজির ফরেন্সিক ডিপার্টমেন্ট।
কৃষ্ণনগরে তরুণীরময়নাতদন্তের রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে । তরুণীর গায়ে পোড়ার দাগহয়েছে কৃষ্ণনগরের ছাত্রীকে। এমনই বিস্ফোরক দাবি করলেন ময়নাতদন্তকারী এক চিকিৎসক। পাশাপাশি ঘটনাস্থল থেকে দেশলাই, বোতল উদ্ধার হয়েছে। সেগুলি ফরেন্সিকের ফিঙ্গার প্রিন্ট এক্সপার্টদের কাছে পাঠানো হয়েছে। এই খুনের ঘটনায় তথ্য প্রমাণ যাতে লোপাট না হয় তার জন্য বসানো হল পুলিশ পিকেট এবং সিসিটিভি ক্যামেরা। এমনকি ত্রিপল দিয়ে ঢেকে দেয়া হয়েছে পুরো ঘটনাস্থল। ঘটনাস্থলে নমুনা সংগ্রহ করতে ইতিমধ্যে হাজির হয় ফরেনসিক ডিপার্টমেন্টের এক্সপার্টরা।ঘটনাস্থল থেকে দেশলাই বাক্স ও একটা কেরোসিনের বোতলও পাওয়া গিয়েছে বলে জানা যায়। পাশের মণ্ডপের থেকে বেশকিছু তথ্য সংগ্রহ করে ফিঙ্গার প্রিন্ট এক্সপার্টরা। যদিও প্রাথমিক রিপোর্ট থেকে জানা গিয়েছে, ময়নাতদন্তে তরুণীকে ধর্ষণের কোনও প্রমাণ পাওয়া যায়নি। জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে কৃষ্ণনগরের তরুণীর। তরুণীর দেহের নব্বই শতাংশ-ই পুড়ে যায়। আর তাতেই মৃত্যু হয় ওই তরুণীর। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে তেমনটাই ইঙ্গিত পাওয়া যায়। কল্যাণীর JNM হাসপাতালে নির্যাতিতার ময়নাতদন্ত হয়। ময়নাতদন্তের পুরো রিপোর্ট আসার পর মৃত্যুর প্রকৃত কারণ আরও স্পষ্ট জানা যাবে বলে জানিয়েছেন কৃষ্ণনগর এসপি অমরনাথ কে। পাশাপাশি তিনি এও জানিয়েছেন, পরিবারের অভিযোগের ভিত্তিতে গণধর্ষণের মামলাও রুজু করা হয়েছে। সিট গঠন করা হয়েছে। সমস্ত সম্ভাব্য কারণ খতিয়ে দেখা হচ্ছে।