বঙ্গোপসাগরে জন্ম নিলো ঘূর্ণিঝড় ‘ডানা’. সমুদ্রে যেতে নিষেধ, এখনই সমুদ্র সৈকত ছেড়ে বেরোন । ডানার কালো মেঘের নিচে ডুবছে সৈকত নগরী ও শ্রীক্ষেত্র।

পুরি আর সাগরদ্বীপের মধ্যে কোথাও ডানার ল্যান্ডফল হবে বলে আশঙ্কা করছে আবহাওয়াবিদরা। এবং যখন ল্যান্ডফল হবে সেই ল্যান্ডফলের সময় ঘূর্ণিঝড় এর সর্বোচ্চ গতিবেগ হবে ঘন্টায় ১২০ কিলোমিটার এর কাছাকাছি। ঝড়ের জেরে উড়িষ্যা সরকার স্কুলগুলিতে ছুটি ঘোষণা করেছে। এমনকি যারা মৎস্যজীবী রয়েছে তাদের কেউ সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এবং যারা গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছে তাদেরকেও ফিরে আসার জন্য সতর্কবার্তা জানানো হয়েছে।ভারতীয় মৌসম ভবন বলছে, ‘সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম’ ডানার জেরে ২৩ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ওডিশা জুড়ে ভয়াবহ বৃষ্টিপাত হবে। ঝড় মোকাবিলার লক্ষ্যে ওডিশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন, কোথায় কী অবস্থা, প্রস্তুতি কতদূর? তার সমস্ত খবরা খবর নিয়েছেন। ঝড়ের প্রভাবে যে সমস্ত জায়গায় ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছেন সেই সব জায়গার থেকে মানুষগুলোকে সরিয়ে নিয়ে নিরাপদ আশ্রয় রাখা হয়েছে। ওড়িশা সরকার বলেছে ১০০ শতাংশ ইভাকুয়েসন। ওডিশা সরকার সমস্ত কর্মীর ছুটি বাতিল করেছে। উপকূলবর্তী সমস্ত জেলাগুলিকে সতর্ক করেছে। এদিকে পর্যটকদের উপরও কোপ পড়ছে। তাঁদের ২৩ অক্টোবরের আগেই পুরী ছেড়ে চলে যাওয়ার অনুরোধ জানিয়েছে সরকার। পর্যটদের এখন সমুদ্রে নামা নিষেধ। এই ঝড়ের প্রভাবে কি পুরীর মন্দির সমুদ্র সৈকত ক্ষতিগ্রস্ত হতে পারে? সৈকতের ক্ষতি হলেও পুরীর মন্দিরের কোন ক্ষতি হবে না বলে জানা গিয়েছে

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author