ধুপগুড়িতে লোকালয়ে একটি ১১ ফুটের বিশাল পাইথন উদ্ধার
ধুপগুড়িতে একটি বাড়ি থেকে রাত্রে বেলা উদ্ধার হয় বিশালাকার পাইথন। বিশাল আকার পাইথন উদ্ধারে চাঞ্চল্য ছড়ায় ধুপগুড়ি এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে এক ব্যক্তি রাত্রেবেলা শৌচাগারে যান। হটাৎ মাথার উপর দেখতে পান একটি বিশাল আকার পাইথন সাপ ফস ফস করছে, সেই অবস্থায় ঐ ব্যাক্তি কোন রকমে সেখান থেকে পালিয়ে যান। ,এরপর তিনি স্থানীয়দের জানান। সাপটিকে দেখতে ভিড় জমায় এলাকাবাসী। সাপ দেখতে পাওয়ায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়।। বনদপ্তরে খবর দেওয়া হলে উৎসবের মরসুমে বনদপ্তরের লোক বিভিন্ন জায়গায় থাকার কারণে তারা সেই মুহূর্তে সেখানে আসতে পারেনি, ফলে পরিবেশপ্রেমী সংগঠনদের জানানো হয়, তারপর দীর্ঘ প্রচেষ্টার পর পরিবেশপ্রেমী সংগঠনের কর্মীরা এসে সেই সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়।সাপটি লম্বায় প্রায় ১১ ফুট ছিলো বলে বন দফতর সূত্রে খবর। পরবর্তীকালে সেই সাপটিকে বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয়। সাপটিকে ফের ঘন জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন বনদপ্তরের কর্মীরা। উল্লেখ্য এর আগেও এই এলাকা থেকে একাধিক অজগর সাপ উদ্ধার হয়েছে।
+ There are no comments
Add yours