এবার কি শীতের শুরু? ভাইফোঁটার আগে রাজ্যের আবহাওয়া কেমন থাকবে

বৃষ্টির পূর্বাভাস থাকলেও কালীপুজোয় কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি হয়নি। তাতে স্বস্তি মিলেছে। এবার আবহাওয়া দফতর যে আভাস দিল তাতে আরও শান্তি পাবে রাজ্যের মানুষ। কারণ আগামী ক’দিনে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে! হাওয়া অফিসের ইঙ্গিত, রবিবারের পর থেকেই আবহাওয়ার বড় বদল ঘটবে বঙ্গে।

শুক্রবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতেই খালি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। যদিও কোনও জায়গাতেই ভারী বৃষ্টি হবে না। তবে বৃষ্টি হলেও তা বেশিদিন স্থায়ী হবে না। কারণ নতুন করে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা এখন আর নেই।

দক্ষিণবঙ্গে এখনও স্বাভাবিকের ওপরে থাকবে তাপমাত্রা। ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বেশি থাকবে কোথাও কোথাও। আগামী তিন-চার দিনে স্বাভাবিকের কাছাকাছি আসবে তাপমাত্রা। সকালের দিকে কুয়াশা দেখা যাবে দু’এক জায়গায়।
আবহাওয়া দপ্তর জানিয়েছে,
এবার কি শীতের শুরু? ভাইফোঁটার আগে রাজ্যের আবহাওয়া কেমন থাকবে জম্মু-কাশ্মীরের বিজেপি নেতা দেবেন্দ্র সিং রানা প্রয়াত, সম্প্রতি নির্বাচনে জিতেছিলেন বাংলাদেশে হিন্দু নির্যাতনের ঘটনায় ক্ষুব্ধ ট্রাম্প, কমলার নীরবতায় সরব রিপাবলিকান প্রার্থী কালীপুজোর রাতে বাজেয়াপ্ত ৫০০ কিলোর বেশি বাজি, গ্রেফতার ২৯২! ঠিক কী অভিযোগ রাজ্যের অনুকরণে দুয়ারে রাজ্যপাল! মেয়াদের দু’বছর পূর্তিতে একাধিক কর্মসূচি বোসের শ্রেয়সকে ছেড়ে হাত কামড়াবে কেকেআর! কে হতে পারেন পরবর্তী ক্যাপ্টেন? কাটল ২৪.৭৫ কোটির মোহ! স্টার্ককে রিলিজ করে সঠিক সিদ্ধান্ত নাইটদের? মোমবাতি, রঙ্গোলির মাধ্যমে আলোর উৎসবে বিচারের দাবি অনিকেত, কিঞ্জলদের কালীঘাটে অভিষেক, চোখের অপারেশনের পর কন্যা আজানিয়াকে নিয়ে মমতার বাড়ির কালীপুজোয় চোরের ব্যাখ্যা শুনে থ কলকাতা পুলিশ! ফেসবুক পোস্টে ফাঁস হল আসল ঘটনা
প্রথম পাতা পশ্চিমবঙ্গ
Weather Update
এবার কি শীতের শুরু? ভাইফোঁটার আগে রাজ্যের আবহাওয়া কেমন থাকবে
শুক্রবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতেই খালি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। যদিও কোনও জায়গাতেই ভারী বৃষ্টি হবে না।
এবার কি শীতের শুরু? ভাইফোঁটার আগে রাজ্যের আবহাওয়া কেমন থাকবে
দ্য ওয়াল ব্যুরো: বৃষ্টির পূর্বাভাস থাকলেও কালীপুজোয় কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি হয়নি। তাতে স্বস্তি মিলেছে। এবার আবহাওয়া দফতর যে আভাস দিল তাতে আরও শান্তি পাবে রাজ্যের মানুষ। কারণ আগামী ক’দিনে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে! হাওয়া অফিসের ইঙ্গিত, রবিবারের পর থেকেই আবহাওয়ার বড় বদল ঘটবে বঙ্গে।

শুক্রবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতেই খালি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। যদিও কোনও জায়গাতেই ভারী বৃষ্টি হবে না। তবে বৃষ্টি হলেও তা বেশিদিন স্থায়ী হবে না। কারণ নতুন করে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা এখন আর নেই।

দক্ষিণবঙ্গে এখনও স্বাভাবিকের ওপরে থাকবে তাপমাত্রা। ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বেশি থাকবে কোথাও কোথাও। আগামী তিন-চার দিনে স্বাভাবিকের কাছাকাছি আসবে তাপমাত্রা। সকালের দিকে কুয়াশা দেখা যাবে দু’এক জায়গায়

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours