প্রয়াত লোকশিল্পী সারদা সিনহা, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
প্রয়াত পদ্মভূষণ প্রাপ্ত সঙ্গীত শিল্পী সারদা সিনহা। দীর্ঘ অসুস্থতার পর মঙ্গলবার রাতে দিল্লির এইমস-এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। যাঁর কণ্ঠে ছট পুজোর বহু গান মন কেড়েছে ভক্তদের। ক্যান্সারের যন্ত্রণায় শেষ এক সপ্তাহ হাসপাতালে ভর্তি ছিলেন সারদা। ছট পুজোর রাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুর কয়েক ঘণ্টা আগেই শিল্পীর ছেলে অংশুমান জানিয়েছিলেন, তাঁর মায়ের অবস্থার অবনতি হয়েছে এবং তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তবে চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও জানান সারদা-পুত্র। অবস্থা আশঙ্কাজনক হলেও মা সুস্থ হয়ে উঠবেন বলেও আশাবাদী ছিলেন ছেলে।
একটি সংবাদ সংস্থাকে তিনি জানিয়েছিলেন, মা ভেন্টিলেশনে রয়েছেন। সকলকে প্রার্থনা করার অনুরোধ জানান তিনি। একইসঙ্গে বলেন, খুব কঠিন একটা সময়। একসঙ্গে লড়াই করতে হবে সকলকে। প্রসঙ্গত, স্বামীর মৃত্যুর পর থেকেই সারদার স্বাস্থ্যের অবনতি হতে থাকে। ২০১৭ সাল থেকে সারদা ক্যান্সারে ভুগছিলেন। এরইমাঝে স্বামীর মৃত্যু তাঁর মনোবল ভেঙে দেয়।
সারদা সিনহা ভোজপুরী এবং মৈথিলীতে বহু লোকগীতি গেয়েছেন। সলমন খানের ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ ছবির একটি গানেও কণ্ঠ দিয়েছেন তিনি। সঙ্গীত জগতে তাঁর গুরুত্বপূর্ণ অবদানের জন্য তিনি ১৯৯১ সালে ‘পদ্মশ্রী’ এবং ২০১৮ সালে ‘পদ্মভূষণ’ পুরস্কারে সম্মানিত হন। সারদার কণ্ঠে ছটের গান ছিল ভীষণ ভাবে জনপ্রিয়।
সারদাকে শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু লেখেন, ‘বিহারের কোকিলা হিসেবে খ্যাত সঙ্গীতশিল্পী ডা. সারদা সিনহার মৃত্যু সংবাদ অত্যন্ত দুঃখের। ছট পূজার দিনেও তাঁর সুরেলা গানে দেশ-বিদেশে ভক্তির আবহ তৈরি হবে। এ ভাবেই তাঁর সুরেলা গান অমর হয়ে থেকে যাবে। আমি তাঁর পরিবার ও ভক্তদের প্রতি সমবেদনা জানাই।’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোকজ্ঞাপন করে লেখেন, ‘প্রখ্যাত লোকশিল্পী সারদা সিনহার মৃত্যুতে গভীরভাবে শোকাহত। তাঁর গাওয়া মৈথিলী গান কয়েক দশক ধরে অত্যন্ত জনপ্রিয়। ওঁর চলে যাওয়া সঙ্গীত জগতের এক অপূরণীয় ক্ষতি।
+ There are no comments
Add yours