রাজ্যের প্রায় প্রতিটি জেলাতেই আর্দ্রতা কমতে শুরু করেছে। শীত আসছে কবে? আবহাওয়ার আপডেট জানুন
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। যা আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এর জেরে বঙ্গে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর।
রাজ্যের প্রায় প্রতিটি জেলাতেই আর্দ্রতা কমতে শুরু করেছে। শীত আসছে খুব শীঘ্রই। ইতিমধ্যেই ভোরের দিকে হালকা ঠান্ডা লাগছে বেশ কিছু জেলায়। চলতি মাসের ১৫-১৬ তারিখ থেকে শীতের আমেজ ভাল মতো বোঝা যাবে বলে জানাচ্ছে আলিপুর। রবিবার দক্ষিণবঙ্গের তিনটি জেলায় সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দুই জেলাতেও। নভেম্বরের ১৫ তারিখ থেকে থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কমতে পারে। তবে, সেক্ষেত্রে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রায় তেমন পরিবর্তন এখনই দেখা যাবে না। তবে দক্ষিণবঙ্গের সব জেলার মতো পশ্চিমের জেলাগুলিতেও শীতের আমেজ থাকবে। দার্জিলিং ও কালিম্পঙে আজ ও আগামী এক দু’দিন হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর। তবে, বৃষ্টির পরিমাণ খুব সামান্য। সম্ভাবনাও কমই।