ঘাটালে ট্যাব প্রকল্পের টাকা গায়েব, ৪৬ জন পড়ুয়ার টাকা উধাও
পশ্চিম মেদিনীপুরের ঘাটালে “তরুণের স্বপ্ন” প্রকল্পের ট্যাব কেনার জন্য সরকারী টাকা নিয়ে নতুন এক কেলেঙ্কারি সামনে এসেছে। খড়ার শ্রী অরবিন্দ বিদ্যামন্দিরের একাদশ-দ্বাদশ শ্রেণির ২৫৯ জন ছাত্র-ছাত্রীর মধ্যে ৪৬ জনের ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে চলে গেছে।
এ বিষয়ে অভিযোগ উঠেছে যে, রাজ্য সরকার অনলাইন ক্লাসের সুবিধার জন্য এই টাকা দিচ্ছে, কিন্তু অনেক ছাত্রই সেই টাকা তাদের অ্যাকাউন্টে পাননি। বরং, টাকার একটি অংশ চলে গেছে অন্য অ্যাকাউন্টে। জানা গেছে, ৪৬ জনের মধ্যে ২২ জনের টাকা ইতিমধ্যেই তুলে নেয় প্রতারকরা। বাকি ২০ জনের টাকা উদ্ধারের জন্য পুলিশ ও ব্যাঙ্কের সহায়তায় তদন্ত চলছে।
স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, বেশিরভাগ টাকার লেনদেন উত্তর দিনাজপুর, মালদা ও শিলিগুড়ি অঞ্চলে হয়েছে। স্কুলে এই ঘটনায় সাইবার ক্রাইম এবং জেলা বিদ্যালয় পরিদর্শকের অফিসে অভিযোগ দায়ের করা হয়েছে