গুজরাতে ২০০০ কোটি টাকার ড্রাগস বাজেয়াপ্ত করল NCB! শুরু ‘অপারেশন সাগর মন্থন
ভারতে নিষিদ্ধ মাদক কারবারীদের বিরুদ্ধে ‘অপারেশন সাগর মন্থন’ শুরু করেছে দেশের মাদক নিয়ন্ত্রক সংস্থা ‘নার্কোটিক্স কন্ট্রোল ব্যরো‘(এনসিবি)। আর এই অভিযানে নেমে বড় সাফল্য পেল ‘এনসিবি’। শনিবার গুজরাতের পোরবন্দর থেকে ৭০০ কেজি নিষিদ্ধ মাদক উদ্ধার উদ্ধার করেছে দেশের মাদক নিয়ন্ত্রক সংস্থা এনসিবি। জানা গিয়েছে, বাজেয়াপ্ত নিষিদ্ধ মাদকের বাজার মূল্য ২০০০ কোটি টাকা।
এছাড়াও গত আড়াই বছরে ৪০ হাজার কোটি টাকার মাদক বাজেয়াপ্ত করেছে এনসিবি। তদন্তকারী সংস্থার সন্দেহ এই বিপুল পরিমান ড্রাগস পাঠানোর পেছনে পাকিস্থানের ড্রাগস মাফিয়া হাজি সেলিমের হাত রয়েছে।
কারন হাজি মাদক সডিকেট চলে এশিয়া, আফ্রিকা এবং ইউরোপ জুড়ে। বেশ কয়েক বছর ধরেই এনসিবির নজরে রয়েছেন পাকিস্থানের ড্রাগস মাফিয়া হাজি সেলিম।