মাথাভাঙ্গার প্রেমডাঙ্গায় বাইসনের তাণ্ডব, বাইশনের হামলায় ২জন গুরুতর আহত
সাতসকালে জঙ্গল থেকে বের হয়ে লোকালয়ে চলে আসে বাইসন । এবং এসেই তান্ডব শুরু করে দেয়। এই ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার মাথাভাঙার প্রেমডাঙা সংলগ্ন এলাকায় ৷ বাইসনের আতঙ্কে ঘুম উড়ছে বাসিন্দাদের।
গ্রামে ঢোকার পর থেকে আতঙ্ক তৈরি হয় গ্রামবাসীদের মধ্যে। ওই বাইসনটি গ্রামের বিভিন্ন জায়গায় তান্ডব চালিয়ে বেড়ায়।চারিদিকে বাইসনটি ছোটাছুটি করতে থাকে। এবং ওই বাইসনের হামলায় দুজন গুরুতরভাবে আহত হন। তাদেরকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে থেকে একজনের অবস্থা আশঙ্কাজনক। এবং অপরজন চিকিৎসাধীন রয়েছেন হাসপাতালে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এক ব্যক্তি তার ঘরের বাইরে কিছু কাজ করছিলেন আচমকায় পিছন থেকে বাইসন তার উপর হামলা করে, ফলে তিনি গুরুতরভাবে জখম হন। এবং অপর আরেকজন ব্যক্তি ওই এলাকায় রাস্তায় সকাল বেলায় হাঁটতে বেরিয়েছিলেন সেই সময় হঠাৎই তার উপরেই বাইসনটি হামলা করে এর ফলে তিনি গুরুতরভাবে আহত হন। পরে বনদপ্তর অফিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বনদপ্তর রেঞ্জের কর্মীরা ও ঘটনাস্থলে পুলিশ প্রশাসন ও আসেন।। তবে বনদপ্তরের কর্মীরা অনুমান করছেন এই এলাকায় একটি বাইসন নয় আরো একটি থাকার আশঙ্কা করছেন বনদপ্তরের কর্মীরা। ইতিমধ্যে বনদপ্তর এর কর্মীরা বাইসনটিকে ট্রাঙ্কুলাইজ করার কাজ শুরু করে দিয়েছে। সকাল থেকে বাইসনটিকে জঙ্গলে ফেরানোর কাজ শুরু করে দিয়েছেন কর্মীরা। ঘটনাস্থলে আসেন কোচবিহারের ডিএফও পি অ্যাঞ্জেল ভূটিয়া । মাথাভাঙার রেঞ্জ অফিসার সজল পাল এছাড়াও আরো অনেক প্রশাসনিক আধিকারিকরা সেখানে আসেন ।