ছত্তিসগড়ের জঙ্গলে গুলির লড়াই, হত ১০ মাওবাদী
ছত্তিসগড়ে ফের মাওবাদী-নিরাপত্তা রক্ষীদের মধ্যে গুলির লড়াই। শুক্রবার ভোরের দিকে ওই রাজ্যের বস্তার ডিভিশনের সুকমা জেলায় দুই পক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয়। সংবাদমাধ্যম সূত্রের খবর, সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপার জানিয়েছেন, ভেজ্জি এলাকায় ভোর থেকে এনকাউন্টার শুরু হয়। ওই ঘটনায় ১০ জন সশস্ত্র মাওবাদীর মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে একাধিক অস্ত্র উদ্ধার করেছে নিরাপত্তারক্ষীরা। ৩টি স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।ডিস্ট্রিক্ট রিজ়ার্ভ গার্ডের কাছে কাছে খবর আসে ওডিশা হয়ে ছত্তিসগড়ে ঢুকছে মাওবাদীদের একটি দল। তার ভিত্তিতে অভিযান শুরু করা হয়। নিরাপত্তা রক্ষীদের কাছে খবর ছিল, কোন্টা ও কিস্তারাম এরিয়া কমিটির মাওবাদী সদস্যরা ওই এলাকায় ঢুকেছে। গভীর জঙ্গলে লুকিয়ে ছিল মাওবাদীরা। সেখানেই চলে গুলির লড়াই।
ছত্তিসগড়ে বেশ কিছুদিনের মধ্যে পরপর এনকাউন্টারের ঘটনায় মারা গিয়েছেন একাধিক সশস্ত্র মাওবাদী। সপ্তাহখানেক আগেই অবুঝমাড় জঙ্গলে এনকাউন্টারে ৫ মাওবাদীর মৃত্যু হয়েছিল। তারপরেই সুকমার এনকাউন্টার। এখনও পর্যন্ত ২০২৪ সালে ২০৭ জন মাওবাদীর মৃত্যু হয়েছে। কোনও কোনও হিসেবে চলতি বছরে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে সংঘর্ষে ২৫৭ জন মাওবাদী মারা গিয়েছে।
সংবাদমাধ্যম সূত্রের খবর, বস্তার পুলিশের তরফ থেকে বলা হয়েছে, ১০ জন মাওবাদীর দেহ উদ্ধার হয়েছে। যে অস্ত্র উদ্ধার হয়েছে, তার মধ্যে ইনসাস, একে-৪৭, এসএলআর-এর মতো আধুনিক আগ্নেয়াস্ত্র রয়েছে। শুক্রবার যেখানে গুলির লড়াই চলেছে, ওই এলাকা পাহাড়, জঙ্গলে ঠাসা। সেখানেই আরও মাওবাদী সদস্য গা ঢাকা দিয়ে থাকতে পারে বলে নিরাপত্তা রক্ষীদের সন্দেহ। তাদের খোঁজে তল্লাশি চলছে বলে জানিয়েছে পুলিশ