রাজ্যের 6 আসনেই সবুজ ঝড়
আজ রাজ্যের ছ’টি বিধানসভা আসনে উপনির্বাচনের ফলপ্রকাশ ৷ শুরু হয়েছে ভোটগণনা ৷ 13 নভেম্বর কোচবিহারের সিতাই, আলিপুরদুয়ারের মাদারিহাট, উত্তর 24 পরগনার হাড়োয়া ও নৈহাটি, বাঁকুড়ার তালডাংরা এবং পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর-সহ ছ’টি বিধানসভা উপনির্বাচন হয়েছে ৷ 6টির মধ্যে মাদারিহাট ছাড়া বাকি পাঁচটি বিধানসভা ছিল তৃণমূলের দখলে ৷ একটি ছিল বিজেপি’র ৷ লোকসভায় ভালো ফল না-হলেও উপনির্বাচনে মাদারিহাট আসন ধরে রাখার পাশাপাশি তৃণমূলকে টক্কর দেওয়ার ব্যাপারে আশাবাদী বিজেপি