অভিষেকের প্রথম ইনিংসেই ৩ উইকেট হর্ষিত রানার, ভরসা যোগাচ্ছেন তরুণ পেসার

অভিষেক ম্যাচেই শিরোনামে হর্ষিত রানা। প্রথম ম্যাচের প্রথম ইনিংসেই তুলে নিলেন গুরুত্বপূর্ণ ৩ উইকেট। কঠিন সময়ে দলকে ভরসা দিচ্ছেন তরুণ বোলার। প্রথম দিন নিয়েছিলেন ১টি উইকেট, দ্বিতীয় দিনে পেলেন আরও ২টি উইকেট। প্রথম সেশনে মিচেল স্টার্ককে আউট করে অজ়িদের ইনিংসে দাঁড়ি টানেন তিনি।ঘরোয়া ক্রিকেটে হর্ষিত রানার রেকর্ড দুর্দান্ত। মাত্র ১০ টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৪৩টি উইকেট পেয়েছেন তিনি। এর মধ্যে আছে দু’টি ম্যাচে পাঁচ উইকেট এবং একবার ১০ উইকেট নেওয়ার রেকর্ডও। এই মুহূর্তে যে কোনও ফরম্যাটে অস্ট্রেলিয়ার সেরা ব্যাটসম্যান ট্রাভিস হেড। মারকুটে ব্যাটিং এর জন্য তাঁর দিকে নজর ছিল সবার। তবে ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই দুরন্ত ডেলিভারিতে হেডকে ক্লিন বোল্ড করেন রানা। নিজের প্রথম স্পেলেই মাত্র ১১ রানে অজ়ি তারকাকে প্যাভেলিয়নে ফেরান ২২ বছরের এই তরুণ পেসার।দ্বিতীয় দিন সকালে প্রথম ওভার করার জন্য রানার হাতেই বল তুলে দেন অধিনায়ক বুমরা। নিরাশ করেননি রানা। প্রথম সেশনে তুলে নেন আরও দুটি উইকেট। শর্ট বলে নাথান লায়নকে ৫ রানে আউট করেন তিনি। এর পর শেষ উইকেটে প্রতিরোধ গড়ে তুলছিলেন স্টার্ক। সেই সময়েও ফের একবার জ্বলে ওঠেন রানা। কঠিন সময়ে অভিজ্ঞ প্লেয়ার বিরাট কোহলি ভরসা রাখেন তাঁর উপর, পরামর্শ দেন অফস্টাম্পের বাইরে বাউন্সার দেওয়ার। এর পরই স্টার্ককে পরাস্ত করে নিজের তৃতীয় এবং অস্ট্রেলিয়ার শেষ উইকেট তুলে নেন তিনি। ১১২ বলে ২৬ রান করে প্যাভেলিয়নে ফেরেন স্টার্ক।
বর্ডার গাভাসকর ট্রফির জন্য ভারতীয় স্কোয়াডে ডাক পেলেও প্রথম একাদশে সুযোগ পাবেন কিনা, সে দিকে নজর ছিল সবার। তবে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্টেই বুমরা, সিরাজের সঙ্গে পেস আক্রমণে তীব্রতা আনার জন্য তাঁর উপরে ভরসা রাখে দল। সেই বিশ্বাসের যোগ্য মর্যাদা দিয়েছেন রানা।

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author