নিষেধাজ্ঞা অমান্য করেই চলছে চোরা কারবার! স্যাটেলাইট চিত্রে ফাঁস রাশিয়া-উত্তর কোরিয়ার গোপন আঁতাত
আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে অবৈধ ভাবে পরিশোধিত পেট্রো পণ্যের আমদানি জারি রেখেছে উত্তর কোরিয়া । আর এর জন্য রাশিয়ার সঙ্গে রয়েছে তাদের গোপন আঁতাত। তবে দুই দেশের গোপন কাণ্ডকারখানা কিছুই আর গোপন রইল না। সবটাই ধরা পড়ে গেল স্যাটেলাইট টাস্কিং সিস্টেমে।
গোপনে হাত মিলিয়েছে রাশিয়া-উত্তর কোরিয়া
গণবিধ্বংসী অস্ত্র যাতে না তৈরি করতে পারে তার জন্য একাধিক আন্তর্জাতিক নিষেধাজ্ঞা জারি করা রয়েছে উত্তর কোরিয়ার উপরে। এই সমস্ত ধ্বংসাত্মক অস্ত্র তৈরি করার জন্য বিভিন্ন পরিশোধিত পেট্রোলিয়াম পণ্যের প্রয়োজন হয়। সেইসব পণ্য যাতে আমদানি না করতে পারে তার জন্য আস্তে নিষেধাজ্ঞা জারি রয়েছে কিম জং উনের দেশের উপরে। কিন্তু দমে থাকার পাত্র নন তিনি। নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়েই এতদিন চলত গোপন পথে পেট্রোপণ্য আমদানি। কীভাবে?
চোরাপথে কীভাবে চলত বিনিময় কারবার: জানা গিয়েছে, সন্ত্রাসবাদীদের নেটওয়ার্ককে কাজে লাগিয়ে পেট্রোপণ্য আমদানি করে চলেছে উত্তর কোরিয়া । স্যাটেলাইট চিত্রে ধরা পড়েছে, এক জাহাজ থেকে অন্য জাহাজে পেট্রোলিয়াম পণ্য গোপনে স্থানান্তরিত করা হচ্ছে। তারপর তা জলপথে এসে পৌঁছাচ্ছে উত্তর কোরিয়াতে। বিবিসি থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গোপনে উত্তর কোরিয়াকে লাগাতার পেট্রোলিয়াম পণ্য সরবরাহ করে চলেছে রাশিয়া। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের জন্য রাশিয়াকে সৈন্য সরবরাহ করার জন্য বিনিময়ে এক মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল পাঠানো হয়েছে উত্তর কোরিয়াতে।
উত্তর কোরিয়ার উপরে নির্ভরশীল রাশিয়া : জানা যাচ্ছে, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের জন্য সৈন্য আর অস্ত্রের প্রয়োজনে উত্তর কোরিয়ার উপরে নির্ভরশীল রাশিয়া। তার বিনিময়ে কিম জং উন সরকারকে তেল সরবরাহ করে পুতিন। এদিকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে খোলা বাজারে তেল কিনতে পারে না উত্তর কোরিয়া। আবার উপহার হিসেবে পেলেও সর্বোচ্চ ৫ লক্ষ ব্যারেল তেল পেতে পারে এই দেশ। কিন্তু স্যাটেলাইট চিত্র থেকে স্পষ্ট হয়ে গিয়েছে, এই নিষেধাজ্ঞা অমান্য করেই দিব্যি চলছে গোপন পথে তেল সরবরাহ
+ There are no comments
Add yours