উল্টোডাঙার রেললাইনের ধারে ঝুপড়িতে ভয়াবহ আগুন, দাউদাউ করে জ্বলছে একাধিক ঘর
সাত সকালে ফেরউল্টোডাঙ্গা রেললাইনের ধারে ঝুপড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড। দাউ দাউ করে জ্বলছে একাধিক ঘর বাড়ি।উল্টোডাঙা বস্তিতে আগুন। পরিস্থিতি সামলাতে খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের ৬টি ইঞ্জিন। আগুন লেগেছে উল্টোডাঙা হঠাৎপল্লীতে। অনেকগুলি বাড়ি পুড়েছে বলে খবর। বেশ কয়েকটি ঘর ইতিমধ্যেই পুড়ে ছাই। ঘিঞ্জি এলাকায় অগ্নিকাণ্ডের জেরে ইতিমধ্যেই আতঙ্ক ছড়িয়েছে। জানা গিয়েছে, রবিবার সকাল সাড়ে ৭টা নাগাদ উল্টোডাঙায় রেল লাইনের পাশে ঝুপড়িতে আগুন লাগে।
দমকলকর্মীদের সঙ্গে আগুন নেভানোর জন্য কাজে হাত লাগায় স্থানীয়রাও। দ্রুততার সঙ্গে একের পর এক ঝুপড়িতে আগুন ছড়িয়ে পড়ে। কমপক্ষে ১০-১২টি বাড়ি পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে বলেই জানা গিয়েছে। ঘিঞ্জি বসতিপূর্ণ এলাকা হওয়ায় আতঙ্কিত এলাকাবাসী। কী কারণে এই বিধ্বংসী আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি।
ঘটনাস্থলে এসে পৌঁছান দমকলমন্ত্রী সুজিত বসু। তিনি বলেন, ‘আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই দমকলের গাড়ি চলে এসেছিল। তবে তার আগেই এলাকার বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করেছে। এমনকি তাঁরা অনেক সহযোগিতা করেছেন। ঘটনাস্থলে বিধায়ক সুপ্তি পাণ্ডেও এসেছেন। আগুন আপাতত নিয়ন্ত্রণে এসে গিয়েছে। ভয়ের ব্যাপার এটাই যে, অনেক বড় বস্তি। ফলে আগুন আরও ছড়িয়ে পড়তে পারত। কিন্তু দমকলকর্মীদের তৎপরতায় বড় কোনও ক্ষতি হয়নি।’
প্রাথমিক অনুমান, শর্ট সার্কিটের কারণে আগুন লেগে থাকতে পারে। অত্যন্ত ঘিঞ্জি এলাকা হওয়ায় এবং প্রচুর দাহ্য পদার্থ মজুত থাকায়, আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা অনেক বেশি। আগুনে পর পর বেশ কয়েকটি ঝুপড়ি ভস্মীভূত হয়ে গিয়েছে
+ There are no comments
Add yours