হুগলির নিখোঁজ শিশুর দেহ উদ্ধার হল শৌচাগার থেকে, আটক তিনজন
হুগলি জেলার বলাগড় থানার গুপ্তিপাড়া এলাকায় গত শনিবার নিখোঁজ হওয়া ৪ বছরের শিশু স্বর্ণাভ সাহার দেহ রবিবার ভোরে তার বাড়ির শৌচাগার থেকে উদ্ধার হয়। শিশুটির পরিবারের সদস্যরা, সহ ঠাকুরদা, ঠাকুমা এবং জেঠিমা, বর্তমানে পুলিশি হেফাজতে আছেন।
পুলিশ জানায়, শিশুটি তার ঠাকুমার ঘরে খেলা করতে যাওয়ার পরই নিখোঁজ হয়ে যায়। দীর্ঘ অনুসন্ধান ও খোঁজাখুঁজির পর রবিবার সকালে শিশুর মৃতদেহ শৌচাগারের ভেতর অচেতন অবস্থায় পাওয়া যায়।
এই ঘটনায়, পুলিশ অপহরণ মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা মৃত্যুর কারণ ও ঘটনার পরবর্তী বিষয় নিয়ে বেশ সন্দিহান, বিশেষ করে কেন শিশুর দেহ এতক্ষণ অগোচরে রয়ে গেল তা নিয়ে প্রশ্ন উঠেছে।
এখন পর্যন্ত শিশুর মৃত্যুর কারণ পরিষ্কার না হলেও, পুলিশ শীঘ্রই তদন্ত শেষ করার পরিকল্পনা করছে।
+ There are no comments
Add yours