৬০ বছরে প্রথমবার: মহারাষ্ট্র বিধানসভায় থাকছে না বিরোধী দলনেতার পদ!

গত ছয় দশকে এমন নজিরবিহীন ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের ফলাফলে। এবার প্রথমবারের জন্য মহারাষ্ট্রের বিধানসভায় কোনও বিরোধী দলনেতা থাকবে না।

– *কোনো বিরোধী দলনেতা নেই*: কংগ্রেসের নেতৃত্বাধীন মহাবিকাশ অঘাড়ির হয়ে লড়া কোনো বিরোধী দলই মোট আসন সংখ্যার দশ শতাংশ আসন পেতে পারেনি, ফলে এবার বিরোধী দলনেতার পদটি খালি থাকবে।

– *মহারাষ্ট্র বিধানসভা আসন সংখ্যা*: ২৮৮টি আসন রয়েছে। সংবিধান অনুযায়ী, বিরোধী দলনেতা হতে হলে অন্তত ২৮টি আসন প্রয়োজন, কিন্তু বিরোধী দলগুলির মধ্যে শীর্ষ আসন পেয়েছে শিব সেনার উদ্ধব ঠাকরে গোষ্ঠী, তারা পেয়েছে ২১টি আসন, কংগ্রেস ১৬টি, আর শরদ পাওয়ারের এনসিপি পেয়েছে ১০টি আসন।

– *শাসকদল জয়ী*: ২৮৮টি আসনের মধ্যে মহাজুটি (বিজেপি নেতৃত্বাধীন জোট) পেয়েছে ২৩৩টি আসন। বিজেপি নেতৃত্বাধীন জোট নিরঙ্কুশভাবে ক্ষমতায় ফিরেছে।

– *বিরোধী দলনেতার গুরুত্ব*: সংসদীয় ব্যবস্থায় বিরোধী দলনেতার পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাকে ছদ্ম মুখ্যমন্ত্রী হিসেবেও বিবেচনা করা হয়। তবে এই প্রথম বিরোধী দলনেতার পদটি না থাকায়, শাসকদলের শক্তি আরও বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে।

এখন প্রশ্ন উঠছে, বিরোধী দলনেতার পদ না থাকার ফলে শাসকদলের দাপট কতটা বৃদ্ধি পাবে এবং এটি গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর কী ধরনের প্রভাব ফেলবে?

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours