আইপিএল নিলামের মাঝেই কেকেআরের ‘টেবিলে’ ধোনি! কলকাতার মেন্টর ব্রাভোকে কী বললেন মাহি
চলছে আইপিএলের বড় নিলাম। রবিবার ছিল নিলামের প্রথম দিন। সেখানে উপস্থিত না থেকেও ছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। কলকাতা নাইট রাইডার্সের মেন্টর ডোয়েন ব্রাভোর সঙ্গে কথা হয়েছে তাঁর। কী কথা হয়েছে দু’জনের মধ্যে?
১০ বছর চেন্নাই সুপার কিংসে খেলেছেন ব্রাভো। ধোনির সঙ্গে তাঁর সম্পর্ক খুব ভাল। ক্রিকেটার হিসাবে আইপিএল থেকে অবসর নেওয়ার পর গত বছর চেন্নাইয়ের বোলিং কোচ ছিলেন ব্রাভো। কিন্তু গৌতম গম্ভীর ছেড়ে দেওয়ার পর এ বার ব্রাভোকে মেন্টর করে এনেছে কেকেআর।
রবিবার নিলামে কেকেআরের টেবিলে ছিলেন ব্রাভো। মাঝে বিরতিতে দেখা যায়, তিনি চেন্নাইয়ের টেবিলে দাঁড়িয়ে ল্যাপটপে কারও দিকে তাকিয়ে হাত নাড়ছেন। কিছু ক্ষণ পরে কথা বলতেও দেখা যায় তাঁকে। চেন্নাই জানিয়েছে, ল্যাপটপের পর্দায় ছিলেন ধোনি। তাঁর সঙ্গে ব্রাভো কথা বলছিলেন। দু’জনের বন্ধুত্ব দীর্ঘ দিনের। ব্রাভোকে ধোনি জিজ্ঞাসা করেন, নতুন ভূমিকায় তাঁর কেমন লাগছে। জবাবে ব্রাভো জানান, তিনি এমন একটি দল তৈরি করতে চান যাঁরা চেন্নাইকে হারাবে। সে কথা শুনে ধোনি হেসে ফেলেন। ব্রাভোকেও হাসতে দেখা যায়।প্রতি বার নিলামের আগে ধোনির সঙ্গে বসেই পরিকল্পনা তৈরি করত চেন্নাই। গত বার নেতৃত্ব ছেড়েছেন তিনি। এখন অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। দায়িত্ব ছাড়ার পরেও ধোনি দলের সঙ্গে কতটা জড়িয়ে তা বোঝা গিয়েছে এই দৃশ্য দেখে। নিলাম টেবিলে না থেকেও দলের কর্তা ও কোচের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন তিনি। তার মাঝেই পুরনো বন্ধুর সঙ্গে কথাও বলেছেন ধোনি
+ There are no comments
Add yours