মুখ্যমন্ত্রী পদ ছাড়লেন হেমন্ত, ঝাড়খণ্ডের নতুন মুখ্যমন্ত্রী কবে শপথ নেবেন?

ঝাড়খণ্ডে আবারো ক্ষমতা দখল করেছে জেএমএম, কংগ্রেস এবং আরজেডির জোট। এবার সরকার গঠনের তোড়জোড় শুরু করল তারা। রবিবার রাজ্যপালের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানালেন বিদায়ী মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। নিজের পদত্যাগপত্রও জমা দেন তিনি। রাজ্যপাল সন্তোষ গাঙ্গওয়ারের সঙ্গে দেখা করার পর নতুন সরকারের শপথ গ্রহণের দিন জানিয়ে দিলেন হেমন্ত সোরেন।ঝাড়খণ্ডের বিধানসভার ফলাফল ঘোষণা করা হয়েছে। বিধানসভার ৮১টি আসনের মধ্যে জেএমএম জিতেছে ৩৪টি আসন। কংগ্রেস ১৬টি আসন পেয়েছে। আরজেডি দখল করেছে ৪টি আসন। সিপিআই(এমএল) লিবারেশন পেয়েছে ২টি আসন। সবমিলিয়ে ইন্ডিয়া জোট ৫৬টি আসন পেয়েছে। অন্যদিকে, বিজেপি নেতৃত্বাধীন জোট পেয়েছে ২৪টি আসন। তার মধ্যে বিজেপি পেয়েছে ২১টি আসন।সরকার গঠনের জন্য প্রয়োজন ৪২ জন বিধায়কের সমর্থন। প্রয়োজনীয় সংখ্যা পেরিয়ে গিয়েছে ইন্ডিয়া জোট। তারপরই এদিন জেএমএম-র কার্যনির্বাহী সভাপতি তথা বিদায়ী মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন রাজ্যপাল সন্তোষ গাঙ্গওয়ারের সঙ্গে দেখা করেন। রাজ্যপালের কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন হেমন্ত। একইসঙ্গে নতুন সরকার গঠনের দাবি জানান।
রাজ্যপালের সঙ্গে দেখা করার পর হেমন্ত সোরেন বলেন, “আজ ইন্ডিয়া জোটের সরকার গঠনের প্রক্রিয়া শুরু হল। রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি জানিয়েছি আমরা। আমার পদত্যাগপত্র তাঁর কাছে জমা দিয়েছি। কংগ্রেস এবং আরজেডি-র নেতারা সঙ্গে ছিলেন। আগামী ২৮ নভেম্বর শপথগ্রহণ অনুষ্ঠান হবে।” আগামী বৃহস্পতিবার শপথ গ্রহণ অনুষ্ঠানে ইন্ডিয়া জোটের একাধিক শরিক দলের নেতা-নেত্রীকে আমন্ত্রণ জানানো হচ্ছে বলে জানা গিয়েছে

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours