বিয়ের জন্য চাপ দেওয়ায় নাবালিকাকে খুন করে মাটিতে পুঁতল প্রেমিক! নদিয়ায় শোরগোল
বিয়ের জন্য চাপ দেওয়ায় নাবালিকা প্রেমিকাকে খুন করে মাটিতে পুঁতে দিল প্রেমিক। অভিযোগ অন্তত এমনই। প্রাথমিক জেরায় ধৃত খুনের কথা স্বীকারও করেছে বলে পুলিশের একটি সূত্রে খবর। শনিবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগর লাগোয়া ভীমপুর থানার আদাপোতা গ্রামে। ইতিমধ্যেই অভিযুক্ত যুবক ফারুক মণ্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, এই গ্রামের এক নাবালিকা গত ৩ দিন ধরে নিখোঁজ ছিল। শনিবার রাতে ভীমপুর থানায় অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, নারায়ণপুরের বাসিন্দা ফারুকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিল ওই নাবালিকা। নাবালিকা নিখোঁজ হওয়ার আগে তাদের একসঙ্গে দেখা গিয়েছিল। ফারুককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। জানা গিয়েছে, পুলিশি জেরার মুখে নাবালিকাকে খুনের কথা স্বীকার করে নেয় ফারুক। বিয়ের জন্য ওই নাবালিকা বারবার জোর দিচ্ছিল। আর সেই কারণেই তাকে শ্বাসরোধ করে খুন করে বলেও জানায় অভিযুক্ত। এর পর প্রমাণ লোপাটের জন্য দেহ পুঁতে দেওয়া হয় মাটিতে। ফারুকের দেখানো জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। নারায়ণপুর গ্রামের ওই জায়গায় কড়া পুলিশি পাহারার ব্যবস্থা করা হয়েছে। রবিবার ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খোদাই করা হবে ওই জায়গাটি। ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। অভিযুক্তকে এ দিন কৃষ্ণনগর জেলা আদালতে তোলা হবে।
স্থানীয়দের দাবি, ফারুকের সঙ্গে ওই নাবালিকার সম্পর্কের কথা এলাকার অনেকেই জানতেন। কিন্তু তার পরিণতি যে এত ভয়ানক হবে তা ভাবনারও অতীত। ফারুকের দাবি সত্যি কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
+ There are no comments
Add yours