রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে আঁকা ছবির প্রদর্শনী বিশ্বভারতীতে, কবে থেকে শুরু?
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে আঁকা ছবির প্রদর্শনীর আয়োজন করতে চলেছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। আগামী ২৯ নভেম্বর থেকে এই প্রদর্শনী শুরু হতে চলেছে। শীতের শুরুতেই পর্যটকদের আনাগোনা বাড়ছে শান্তিনিকেতনে। নভেম্বরের শেষে যাঁরা বোলপুর-শান্তিনিকেতন ঘুরতে যাচ্ছেন, তাঁদের জন্য এই প্রদর্শনী বাড়তি পাওনা তো বটেই।
বিশ্বভারতীর জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ জানান, আগামী ২৯ নভেম্বর এই প্রদর্শনীর উদ্বোধন হবে এবং চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত। এই প্রদর্শনীতে থাকবে রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের হাতে আঁকা ৮০টি ছবি। কলাভবনের গ্রাউন্ড ফ্লোরের প্রদর্শনী হলে এর আয়োজন করা হয়েছে। সকাল ১০.৩০ থেকে বেলা দেড়টা এবং বেলা আড়াইটে থেকে বিকেল ৫.৩০ পর্যন্ত প্রদর্শনী চলবে।
বিশ্বভারতী সূত্রে খবর, বিভিন্ন পাণ্ডুলিপি-সহ রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা একশোর বেশি ছবি রয়েছে বিশ্বভারতীর রবীন্দ্র ভবনের স্ট্রং রুমে। তার মধ্যে থেকেই নির্বাচিত হওয়া ৮০টি ছবি নিয়ে প্রদর্শনীর সিদ্ধান্ত নিয়েছে বিশ্বভারতীর কলাভবন ও হেরিটেজ সেল।
প্রসঙ্গত, ২০১১ সালে তৎকালীন রাষ্ট্রপতি প্রতিভা পাটিল যখন শান্তিনিকেতন সফরে এসেছিলেন, তখনই শেষবারের জন্য আয়োজন করা হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ছবির প্রদর্শনীর। ঠিক ১৩ বছর পর ফের হতে চলেছে প্রদর্শনী। স্বাভাবিকভাবেই এই প্রদর্শনীর কথা ঘোষণা হতেই খুশির হাওয়া রবীন্দ্র অনুরাগীদের মধ্যে।
উল্লেখ্য, ১৯৩০ সালে প্রথম প্যারিসে তাঁর আঁকা ছবির প্রদর্শনী করা হয়। তাঁর আঁকা ছবি নিয়ে আগে দেশ-বিদেশে প্রদর্শনী করা হলেও ছবিগুলি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কায় সেগুলি বাইরে নিয়ে যাওয়া বন্ধ করে দিয়েছিল বিশ্বভারতী।
+ There are no comments
Add yours