অ্যানিম্যাল’ নির্মাতাদের ‘বিকৃত’ মানসিকতার বলে তোপ দাগলেন জাভেদ আখতার
২০২৩ সালের ডিসেম্বরে মুক্তি পেয়েছিল সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিম্যাল’। প্রবল পরিমাণে চর্চিত এই ছবি বক্স অফিসে দারুণ সাফল্য লাভ করে। তবে ‘অ্যানিম্যাল’ নিয়ে হয় নানা তর্ক, একাধিক বিখ্যাত ব্যক্তিত্ব তীব্র সমালোচনা করেন এই ছবির বিষয় নিয়ে। সেই সময় প্রকাশ্যে যাঁরা সোচ্চার হয়েছিলেন, জাভেদ আখতার তাঁদের অন্যতম। তিনি বলেছিলেন এই ধরনের ছবি ‘ভয়ঙ্কর ট্রেন্ড’। তবে সেখানেই থামেনি।প্রচুর পরিমাণে সমালোচনার শিকার হলেও ২০২৩ সালের অন্যতম বড় হিট ও বক্স অফিস সফল ছবি ছিল ‘অ্যানিম্যাল’। ছবিতে আলফা মেল, পৌরুষ বা ফেমিনিজ়ম নিয়ে যে ভাবে কাজ করা হয়েছে তার বিরুদ্ধে সরব হন ইন্ডাস্ট্রির অনেকেই। সম্প্রতি বরখা দত্তকে দেওয়া এক সাক্ষাৎকারে ফের মুখ খুললেন জাভেদ আখতার। চলতি বছরের শুরুর দিকে ‘অ্যানিম্যাল’ ছবির সাফল্য প্রসঙ্গে জাভেদ বলেন সেটি ‘ভয়ঙ্কর’ ট্রেন্ড। এ বার তিনি খোলসা করলেন যে, নিজের মন্তব্যের নিশানায় রেখেছিলেন দর্শক ও তাঁদের পছন্দকে।
ইন্ডাস্ট্রি কতটা বদলেছে? ‘অ্যানিম্যাল’-এরমতো ছবি যেখানে সাফল্য লাভ করছে সেখানে মহিলাদের স্থান কোথায়? এই বিষয়ে জাভেদের মত জানতে চাওয়া হয়। গীতিকার-চিত্রনাট্যকার বলেন, ‘সমাজ একরৈখিক ভাবে এগোয় না। একসঙ্গে একাধিক ঘটনা ঘটতে থাকে। যদিও, এগুলি যেমন গল্পের সাবপ্লট তেমনই সেখানে একটা মূল প্লটও আছে। সেই আসল থিমটা খুঁজতে হবে। এগুলো সব সাবপ্লট, এর কিছু ভালো, কিছু খারাপ। এমন নয় যে গোটা সমাজ একসঙ্গে সম্পূর্ণ বদলে যায়। কেউ ধীরে ভেবেচিন্তে পা ফেলে, কেউ দ্রুত এগিয়ে যায়। অ্যানিম্যালও সেখানে রয়েছে।’তিনি এই সিনেমার বিষয়ে আরও বলেন, ‘ছবির নামই কারণ বলে দেবে। শিরোনামই নিজেকে ব্যাখ্যা করে দেবে। আমি কিন্তু ‘অ্যানিম্যাল’ সিনেমার বিষয়ে নিজের মত দিইনি, যে দর্শক ওই ছবি দেখেছেন তাঁদের বলেছিলাম। যদি ১৫ জন ভুল মূল্যবোধ নিয়ে সিনেমা বানান, যদি ১০-১২ জন অশ্লীল গান তৈরি করেন, তাতে সমস্যা নেই। ১৪০ কোটি জনসংখ্যার মধ্যে যদি ১৫ জন বিকৃত মানসিকতার হয়, তাতেও কিছু যায় আসে না। যখন সেই জিনিসটি বাজারে বের হয় এবং সুপারহিট হয়ে যায়, তখন সেটা সমস্যার।’ তাঁর কথায় অশ্লীলতাকে এখন সমাজে ‘স্বাভাবিক’ করে তোলা হচ্ছে। এই বিষয়ে বলিউডের বিশেষ কিছু গানের প্রসঙ্গ টেনে বলেন, ‘১৯২০-৩০-এর সময়েও অশালীন গান তৈরি হতো কিন্তু সাধারণ মানুষের বাড়িতে তা গৃহীত হতো না। শেষ ১০ বছরে অশালীনতা হঠাৎ আবিষ্কৃত হয়নি, চিরকালই তা ছিল। কিন্তু এখন সাধারণ মধ্যবিত্ত পরিবারে তা স্বাভাবিক ভাবে গ্রহণ করা হয়।
+ There are no comments
Add yours