পুরনো প্যান কার্ড আর কাজ করবে না। প্যান কার্ডে জুড়ছে কিউআর কোড।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অর্থনৈতিক বিষয় সম্পর্কিত ক্যাবিনেট কমিটি (সিসিইএ) ভারতে সম্পূর্ণ কাগজবিহীন এবং অনলাইন ব্যবস্থা তৈরির লক্ষ্যে ভারতের আয়কর বিভাগের প্যান ২.০ প্রকল্প অনুমোদন করেছে। প্যান কার্ড কার্যত এখন দেশের প্রতিটি নাগরিকের জীবনের অন্যতম অঙ্গ হয়ে গিয়েছে। এবার সেই প্যান কার্ডে বড় বদল আসতে চলেছে। আরও আধুনিক, আরও স্মার্ট হয়ে যাচ্ছে প্যান কার্ড। একেবারে বিনাপয়সা আপগ্রেড করে নিতে পারবেন এই প্যান কার্ডের। এবার প্যান কার্ডের সঙ্গে যুক্ত থাকবে কিউআর কোড। সোমবার কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘোষণা করেছেন। এই নতুন সিস্টেম হবে একেবারে পেপারবিহীন। PAN, TAN, TIN-কে একসূত্রে গাঁথার উদ্যোগও নেওয়া হবেজনগণকে কিছু সুবিধা দেওয়ার পাশাপাশি করদাতাদের নিবন্ধন পরিষেবার জন্য একটি প্রযুক্তি-চালিত রূপান্তর আনার লক্ষ্য রয়েছে সরকারের। এর মধ্যে রয়েছে উন্নত মানের সহজলভ্যতা ও দ্রুত সেবা প্রদান, সত্য ও উপাত্তের ধারাবাহিকতার একক উৎস, পরিবেশবান্ধব প্রক্রিয়া ও ব্যয় অপটিমাইজেশন এবং অধিকতর তৎপরতার জন্য পরিকাঠামোর নিরাপত্তা ও অপ্টিমাইজেশন।
কেন্দ্রীয় মন্ত্রী এই বিষয়ে জানান প্যান কার্ড আগের মতই থাকবে শুধু এর মধ্যে কিউআর কোড যুক্ত হবে।নতুন QR কোড যুক্ত প্যান কার্ড করদাতাদের জন্য একগুচ্ছ তথ্য থাকবে। আমি যতক্ষণ না পর্যন্ত এই নতুন কার্ড আপডেট হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি পুরনো প্যান কার্ড দিয়েই কাজ চালাতে পারবেন। তবে এই নতুন প্যান কার্ড পাওয়ার জন্য কোন আবেদন করতে হবে না,কোন টাকাপয়সা লাগবে না।ঠিকানাতেই ডেলিভার হবে আপনার নতুন প্যান কার্ড।নতুন QR কোড সংক্রান্ত প্রযুক্তি আরও আপডেট করা হয়েছে ৷ এই কার্ডের আলাদা আলাদা সিকিওরিটি ফিচার থাকবে ৷
ব্যক্তিগত তথ্য এবং অ্যাকাউন্ট সুরক্ষিত থাকবে। আর্থিক জালিয়াতির ভয় কিছুটা হলেও কমবে। এই প্রকল্পের ফলে সাধারণ মানুষের আর্থিক সুরক্ষা ও নিরাপত্তা আরও উন্নত হবে বলেও দাবি করা হচ্ছে।
প্যান ২.০ প্রকল্পের জন্য সরকার ১,৪৩৫ কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে।
+ There are no comments
Add yours