বিয়ের দিন দুপুরে পাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার বাড়ির পাশে একটি আমবাগানে। এলাকা জুড়ে চাঞ্চল্য
বিয়ের দিন দুপুরে পাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার হল বাড়ির পাশে একটি আমবাগানে। বুধবার এই ঘটনায় চাঞ্চল্য মালদহের ইংরেজবাজারের মোবারকপুর এলাকায়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।পরিবারের অনুমান, বিয়ে সংক্রান্ত কোনও কারণেই এই ঘটনা ঘটিয়েছেন ওই যুবক।
মৃত যুবকের নাম বিনয় মণ্ডল (৩২)। বাড়ি ইংরেজবাজারের সাট্টারি মোবারকপুর এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, মাস খানেক আগে খাসখোল এলাকার যুবতির সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল বিনয়ের। গত সোমবার রেজিস্ট্রির জন্য শ্বশুরবাড়িতে গিয়েছিলেন বিনয়। দুপুরে বাড়ি ফিরে বিয়ের বাজার করেন তিনি। এরপর থেকে আর বিনয়ের খোঁজ পাওয়া যায়নি। অবশেষে গতকাল দুপুরে আমবাগান থেকে বিনয়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের একাংশের অনুমান, বিয়ে সংক্রান্ত কোনও সমস্যা থেকেই এই ঘটনা ঘটিয়েছে বিনয়।
বিনয়ের দাদা সোনাই মণ্ডল জানান, গত সোমবার খই ভাজতে চলে গিয়েছিলাম। ভাই রেজিস্ট্রির জন্য শ্বশুরবাড়িতে গিয়েছিল। ভাই ওখান থেকে এসে বিয়ের বাজার করেছিল। তারপর থেকে আর ভাইয়ের খোঁজ পাওয়া যায়নি। গতকাল দুপুরে আমবাগান থেকে ভাইয়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। আজ ভাইয়ের বিয়ের কথা ছিল। কী কারণে ভাই এমন ঘটনা ঘটাল তা বুঝে উঠতে পারছি না।
+ There are no comments
Add yours