বৃহস্পতিবার সংসদে প্রথমবারের জন্য প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। ওয়েনারের সাংসদ হিসেবে শপথ গ্রহণ
বৃহস্পতিবার লোকসভা অধিবেশনের শুরুতেই সদস্য হিসেবে শপথ নিলেন প্রিয়ঙ্কা গান্ধী বঢরা। গান্ধী পরিবারের তিন সদস্যই সংসদে প্রবেশ করলেন। সনিয়া গান্ধী রাজ্যসভার এবং দাদা রাহুল গান্ধী ও প্রিয়ঙ্কা গান্ধী লোকসভার বেঞ্চে বসলেন। কয়েক দশকের ব্যবধানে নেহরু-গান্ধী পরিবারের চতুর্থ প্রজন্ম একসঙ্গে সংসদের সদস্য হলেন এদিন।
কেরলের ওয়েনাড় কেন্দ্র থেকে চার লক্ষেরও বিপুল ভোটে জয়ী প্রিয়াঙ্কা এদিন দক্ষিণী রাজ্যের পরম্পরাগত ঘিয়ে রঙের কাসাভু শাড়ি পরে হাতে সংবিধান নিয়ে শপথ নেন। উল্লেখ্য, রাহুল গান্ধীও শপথ নেওয়ার সময় হাতে সংবিধান নিয়েছিলেন। মায়ের শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন ছেলে রাইহান বঢরা এবং মিরায়া বঢরা। ছিলেন স্বামী রবার্ট বঢরাও। শপথের আগে মায়ের সঙ্গে সংসদে আসেন তিনি। বাড়ি থেকে বেরনোর সময় ১০ জন পথের সামনে কংগ্রেস সদস্যরা মিষ্টি বিতরণ করে উৎসব পালন করেন। সংসদে ঢোকার সময় প্রিয়াঙ্কা বলেন, আমি আজ খুব খুশি।
অন্যদিকে, আগের দুদিনের মতো এদিনও সংসদ শুরুর মুখেই শাসক দল তুমুল বিরোধিতার মুখে পড়ে। আদানি ইস্যুতে এদিনও কংগ্রেস আলোচনার দাবি তোলে। তা নিয়ে লোকসভা ও রাজ্যসভা উত্তাল হয়ে ওঠে। কিন্তু, আদানি ইস্যু নিয়ে সংসদ অচল করে দেওয়ার কৌশলে রাজি নয় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। সংসদের চলতি শীত অধিবেশনে তৃণমূল কংগ্রেস রাজ্যসভা ও লোকসভায় সাধারণ মানুষের ইস্যুগুলিকেই তুলে ধরবে। এই নিয়ে তুমুল হট্টগোল বাঁধায় বিরোধীরা।যার জেরে লোকসভা ও রাজ্যসভার কাজ শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই দুপুর ১২টা পর্যন্ত সভা মুলতুবি করে দেন স্পিকার ওম বিড়লা ও চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়।
+ There are no comments
Add yours