এবার বড় পর্দায় আসছে মহম্মদ রফির বায়োপিক
এবার বড়পর্দায় আসবে মহম্মদ রফির বায়োপিক। গোয়ায় আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে কিংবদন্তি শিল্পীর বায়োপিকের ঘোষণা করা হয়েছে। করলেন শিল্পীর ছেলে শাহিদ রফি। পরিচালনার দায়িত্বে থাকবেন ‘ওহ মাই গড’ ছবির পরিচালক উমেশ শুক্লা। আরও জানা গিয়েছে, শুরু হয়েছে ছবির চিত্রনাট্য তৈরির কাজ। এই বায়োপিকে যে রফির গান-ই ব্যবহার করা হবে জানা গেল তাও। আর রফির চরিত্রে দেখা যাবে কোন বলি-অভিনেতাকে? সেকথা এখনও জানা যায়নি।
+ There are no comments
Add yours