খাস কলকাতায় পুলিশ কর্মীর রহস্যমৃত্যু
রিজেন্ট পার্ক থানার নিউ টালিগঞ্জ এলাকায় এক পুলিশ কর্মীর রহস্যজনক মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। মৃত ব্যক্তি, শঙ্কর চট্টোপাধ্যায়, আলিপুর থানার অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ছিলেন। যদিও তাঁর মৃত্যু বৃহস্পতিবারের ঘটনা বলে দাবি করা হচ্ছে, প্রতিবেশীরা এই দাবি মানতে নারাজ।
প্রতিবেশীদের মতে, শঙ্করবাবুকে গত মঙ্গলবার রাস্তায় ফেলে মারধর করা হয়েছিল। এর পর থেকে তাঁকে এলাকায় আর দেখা যায়নি। বৃহস্পতিবার উদ্ধার হওয়া তাঁর মৃতদেহে পচন ধরেছিল বলে প্রতিবেশীদের দাবি। তাঁদের আরও অভিযোগ, বাড়ির প্রমোটিং সংক্রান্ত বিরোধের জেরে শঙ্করবাবুকে অত্যাচার করা হত।
এছাড়া, পরিবারের সদস্যরা বৃহস্পতিবার দিনভর একটি ডেথ সার্টিফিকেট জোগাড় করার চেষ্টা করেছেন বলেও অভিযোগ উঠেছে। প্রতিবেশীদের আপত্তির পর বিষয়টি প্রকাশ্যে আসে। শঙ্করবাবুর দেহে একাধিক আঘাতের চিহ্ন ছিল বলে দাবি করেছেন স্থানীয়রা।
মৃতের স্ত্রী এবং ছেলে এই ঘটনায় এখনো মুখ খোলেননি। তবে শঙ্করবাবুর এক ভাই মুর্শিদাবাদ থেকে এসে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তিনি দাবি করেন, পারিবারিক অশান্তি থাকা স্বাভাবিক এবং তাঁর দাদাকে মারধর করে হত্যা করা হয়নি। মঙ্গলবারের মারধরের বিষয়টিও তিনি অস্বীকার করেন।
প্রতিবেশীরা অভিযোগ করেছেন, প্রথমে পুলিশ তাদের সহায়তা করেনি। তবে বিষয়টি জানাজানি হওয়ার পর প্রশাসন সক্রিয় হয়।
এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রতিবেশীদের অভিযোগ এবং পরিবারের বিবৃতি একে অপরের বিপরীত হওয়ায়, প্রকৃত সত্য উদঘাটনের জন্য গভীর তদন্তের দাবি উঠেছে।
+ There are no comments
Add yours