তবলা বাদক সৌমিত্র চট্টোপাধ্যায় হত্যাকাণ্ডের ফের চাঞ্চল্যকর তথ্য
তবলা বাদক সৌমিত্র চট্টোপাধ্যায় খুনে চাঞ্চল্যকর তথ্য। তবলা বাদক সৌমিত্র চট্টোপাধ্যায়কে খুনের পর ফের খুন! একমাসে তবলা বাদক-সহ ৫ জনকে খুন! জেরায় স্বীকার ধৃত বিশেষভাবে সক্ষম সিরিয়াল কিলারের । ২৪ অক্টোবর: পুণে-কন্যাকুমারী এক্সপ্রেসে প্রথম খুন। ২৫ অক্টোবর: ম্যাঙ্গালোরে দ্বিতীয় খুন। ১৪ নভেম্বর: ভালসাদে ছাত্রীকে খুন-ধর্ষণ। ১৮ নভেম্বর: কাটিহার এক্সপ্রেসে বালির তবলা বাদককে খুন। ২৪ নভেম্বর: তবলা বাদক খুনের পর সেকেন্দরাবাদে পঞ্চম খুন। গুজরাত থেকে গ্রেফতার করা হয় সিরিয়াল কিলার রাহুল ওরফে ভোলুকে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয় তবলা বাদক সৌমিত্র চট্টোপাধ্যায়ের মোবাইল ফোন।
+ There are no comments
Add yours