ফেব্রুয়ারিতে বিশ্ব বাণিজ্য সম্মেলন, দিল্লিতে শিল্পমহলের সঙ্গে বৈঠকে রাজ্যের মন্ত্রী
শিল্পায়নে জোর দিতে ফি-বারই শিল্প-বাণিজ্য সম্মেলনের আয়োজন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে হাজির থাকেন দেশ বিদেশের শিল্পপতিরা।
বাংলায় শিল্পের অনুকুল পরিবেশের বার্তা দিতে প্রতিবারের মতো এবারও আগামী বছরের ৫ ও ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে এই বিশ্ব বাণিজ্য সম্মেলন।
তারই প্রস্তুতি হিসেবে শুক্রবার রাজধানী দিল্লিতে শিল্প মহলকে নিয়ে বৈঠক করলেন রাজ্যের মন্ত্রী এবং পদস্থ কর্তারা। বৈঠকে মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা অমিত মিত্র, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর মিসেস বন্দনা যাদব-সহ পদস্থ কর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে ছিলেন রাজ্যের প্রথম সারির শিল্পপতিরা। ছিলেন বণিক সভার সদস্যরাও।
বস্তুত, বিশ্ববাণিজ্য সম্মেলনকে ঘিরে রয়েছে একাধিক কমিটি। যার অনেকগুলির পদে রয়েছেন শিল্পপতি বা বণিক মহলের সদস্যরা। সম্মেলন সফল করতে তাই এখন থেকেই শুরু হল প্রস্তুতি।
প্রসঙ্গত, গতবারে বিজিবিএস সম্মেলনে ইউরোপ, আফ্রিকা, অস্ট্রেলিয়া-সহ ১৭টি দেশের ৪০০ জনেরও বেশি আন্তর্জাতিক প্রতিনিধি অংশগ্রহণ করেছিলেন। এদের মধ্যে ছিলেন ১৫ জন রাষ্ট্রদূতও। নবান্ন সূত্রের খবর, এর আগে ৬টি শিল্প সম্মেলনে ১৫ লক্ষ কোটির মতো বিনিয়োগের প্রস্তাব এসেছে। যার মধ্যে ১০ লক্ষ কোটি টাকারও বেশি প্রস্তাব বাস্তবায়িত হয়েছে।
+ There are no comments
Add yours