বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রস্তুতি বৈঠকে বাংলার শিল্পবান্ধব পরিবেশের প্রশংসা সঞ্জীব গোয়েঙ্কার
শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা বাংলার শিল্পবান্ধব পরিবেশকে দেশের মধ্যে সেরা বলে প্রশংসা করেছেন। তিনি জানান, তাদের ব্যবসা দেশের ২২টি রাজ্যে বিস্তৃত, তবে বাংলার মতো সহায়ক পরিবেশ আর কোথাও নেই। শুক্রবার আলিপুরের সৌজন্য গৃহে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রস্তুতি বৈঠকে এই মন্তব্য করেন তিনি।
বৈঠকে বাংলার শীর্ষস্থানীয় শিল্পপতি, মন্ত্রী, আমলা, এবং কলকাতায় অবস্থিত বিভিন্ন দূতাবাসের কূটনীতিকরা উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার এক্স (প্রাক্তন টুইটার) হ্যান্ডেলে এই বৈঠকের উল্লেখ করে জানান, ২০২৫ সালের বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের প্রস্তুতির জন্য এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপস্থিত শিল্পপতিদের মধ্যে ছিলেন হর্ষ নেওটিয়া, রমেশ জুনেজা, উজ্জ্বল সিনহা, দিলীপ দুগারসহ আরও অনেকে। বৈঠকে অংশ নিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। তিনি ইস্পাত কারখানা প্রকল্পে ২৫০০ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনার কথা জানান। সৌরভ উল্লেখ করেন, এত বড় মাপের শিল্পপতিদের মধ্যে তিনি নিজেকে তুলনামূলক ক্ষুদ্র মনে করেন।
একসময় সিঙ্গুর আন্দোলনের
+ There are no comments
Add yours