স্কুল পড়ুয়াকে যৌন নির্যাতনের অভিযোগ, আবারও জামিন নাকচ ধৃত চিকিৎসকের, জেল হেফাজত
আসানসোলে নাবালিকা স্কুল পড়ুয়াকে যৌন নির্যাতনের অভিযোগের ঘটনায় ধৃত চিকিৎসক ডাঃ রমন রাজের বৃহস্পতিবার আবারও জামিন নাকচ হল। ৬ দিনের জেল হেফাজত শেষে এদিন ওই চিকিৎসককে আসানসোল আদালতে পেশ করা হয়। আগামী ১০ ডিসেম্বর আবার আদালতে পেশ করার জন্য পকসো কোর্টের বিচারক সুপর্ণা ভট্টাচার্য নির্দেশ দেন।
এদিন সরকারি আইনজীবী বা পিপি হিসেবে এজলাসে উপস্থিত ছিলেন মিতা মজুমদার। এই মামলায় ৬ দিনের জেল হেফাজত শেষে এদিন চিকিৎসককে আসানসোল মহিলা থানার পুলিশের তরফে আসানসোল আদালতে পকসো কোর্টে পেশ করা হয়েছিল। এই মামলার তদন্তকারী অফিসার বা আইও স্কুল পড়ুয়ার মেডিকেল রিপোর্ট সহ সিডি বা কেস ডায়েরি জমা দেন বিচারক সুপর্ণা ভট্টাচার্যের কাছে।
তবে পুলিশের তরফে ওই চিকিৎসককে নতুন করে হেফাজতে নেওয়ার আবেদন করা হয়নি। চিকিৎসকের জামিন চেয়ে এদিন আদালতে আবেদন করেছিলেন তার আইনজীবী শেখর কুন্ডু। শেষ পর্যন্ত সওয়াল-জবাব শেষে বিচারক চিকিৎসকের জামিন নাকচ করেন। জানা গেছে, বিচারক তার পর্যবেক্ষণে বলেন, এই মামলার তদন্ত এই মুহূর্তে প্রাথমিক স্তরে রয়েছে। আরো অনেক তদন্ত বাকি আছে, তাই তাকে জামিন দেওয়া যাবে না।
+ There are no comments
Add yours