আবার রেল দুর্ভোগ! শনি থেকে সোম, এই তিন রুটে বন্ধ থাকবে একাধিক লোকাল ট্রেন
আবার রেল দুর্ভোগে যাত্রীরা । আজ শনিবার থেকে টানা তিনদিন পূর্ব রেলের তিনটি রুটে বাতিল থাকবে একাধিক লোকাল ট্রেন।
রেল সূত্রের খবর, কোথাও রেল সেতু সংস্কার, আবার কোথাও সাবওয়ে তৈরির কাজ হবে।তারই জেরে হাওড়া ডিভিশনের কাটোয়া, তারকেশ্বর ও কৃষ্ণনগর-লালগোলা রুটের একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথও বদল করা হয়েছে। কয়েকটির সময়সূচিতেও বদল আনা হয়েছে।
জানা যাচ্ছে, তিনদিনে সংশ্লিষ্ট রুটিগুলিতে মোট ৩৬টি ট্রেন চলবে না। কাটোয়া রুটে একটি রেল সেতুর সংস্কার হবে। এজন্য শনিবার কাটোয়া থেকে- ০৩০৬১, ০৩০৯৫, ০৩০৯৯ এবং আজিমগঞ্জ থেকে- ০৩০৯৬, ০৩০৬২, আহমদপুর থেকে- ০৩১০০ ট্রেন বাতিল করা হয়েছে।
রেল সেতুর সংস্কার হবে তারকেশ্বর সেকশনেও। যে কারণে সংশ্লিষ্ট রুটে শনি ও রবিবার মোট ২২টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। শনিবার হাওড়া থেকে তারকেশ্বর রুটে- ৩৭৩৪৯, ৩৭৩৫১ এবং তারকেশ্বর থেকে হাওড়া রুটে ৩৭৩৫৪ ট্রেনটি বাতিল করা হয়েছে।
একইভাবে আগামীকাল রবিবার হাওড়া-তারকেশ্বর ৩৭৩০৯, ৩৭৩১১, ৩৭৩১৩, ৩৭৩১৫ এবং ৩৭৩১৭, শেওড়াফুলি-তারকেশ্বর ৩৭৪১১, ৩৭৪১৫, হাওড়া-আরামবাগ ৩৭৩৫৯, হাওড়া-গোঘাট ৩৭৩৭১, ডাউনে তারকেশ্বর-হাওড়া ৩৭৩১২, ৩৭৩১৪, ৩৭৩১৬, ৩৭৩১৮, ৩৭৩২০, ৩৭৩২২, তারকেশ্বর-শেওড়াফুলি ৩৭৪১২, ৩৭৪১৬, আরামবাগ-হাওড়া ৩৭৩৬০, গোঘাট-হাওড়া ৩৭৩৭২ ট্রেনগুলি বাতিল করা হয়েছে।
রেল সূত্রে জানানো হয়েছে, সাবওয়ে তৈরির কাজ হবে কৃষ্ণনগর-লালগোলা সেকশনেও। যার জেরে আপ ও ডাউন লাইনে বাতিল করা হয়েছে কলকাতা-লালগোলা (০৩১৯৩, ০৩১৯৪) মেমু প্যাসেঞ্জার এবং কৃষ্ণনগর সিটি-আজিমগঞ্জ (০৩০১৯, ০৩০২০) প্যাসেঞ্জার স্পেশাল। এছাড়াও তিনটি রুটে কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। কয়েকটি ট্রেনের সময়সূচিতেও বদল আনা হয়েছে
+ There are no comments
Add yours