রাজ্যে চালু হচ্ছে ‘সেবাশ্রয়’, ডক্টরস সামিটে ঘোষণা অভিষেকের, কারা পাবেন সুবিধা জেনে নেওয়া যাক 

আমন্ত্রিত চিকিৎসকদের জন্য থাকছে পৃথক প্রবেশপত্র। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মডার্ন মেডিসিন, আয়ুর্বেদ বিভাগ মিলিয়ে হাজার চিকিৎসকের সভায় যোগদান করেছেন। এই সভা থেকে নিজের সংসদীয় এলাকার জন্য পৃথক কর্মসূচির ডাক দিয়েছেন তৃণমূল সাংসদ। কর্মসূচির নাম দেওয়া হয়েছে, ‘সেবা শ্রয়’।
আরজি কর নিয়ে ইস্যু নিয়ে মুখ খুলেছিলেন চিকিৎসক তথা তৃণমূলের প্রাক্তন মুখপাত্র শান্তনু সেন। শান্তনুর সেই বক্তব্যের কয়েক ঘণ্টা পরই বেহালার একটি কর্মসূচি থেকে নাম না করে সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গিয়েছিল, ‘কয়েকজন বলছেন, তাঁরা মুখপাত্রের পদ ছেড়ে দিয়েছেন। জেনে রাখুন, আমরা তাঁদের আগেই সরিয়ে দিয়েছি।’ নিন্দুকের সেই সময় প্রশ্ন তুলেছিল তবে সুপ্রিমোর রোষের মুখে পড়েছেন শান্তনু? এই আবহেই এবার ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিতে হাজির হলেন তিনি। শনিবার আমতলার সমন্বয় অডিটোরিয়ামে চিকিৎসকদের সঙ্গে ‘সমন্বয়’ বৈঠক ডাকলেন অভিষেক। সেখানেই উপস্থিত হয়েছেন হাজারের বেশি চিকিৎসক।
আমন্ত্রিত চিকিৎসকদের জন্য থাকছে পৃথক প্রবেশপত্র। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মডার্ন মেডিসিন, আয়ুর্বেদ বিভাগ মিলিয়ে হাজার চিকিৎসকের সভায় যোগদান করেছেন। এই সভা থেকে নিজের সংসদীয় এলাকার জন্য পৃথক কর্মসূচির ডাক দিয়েছেন তৃণমূল সাংসদ। কর্মসূচির নাম দেওয়া হয়েছে, ‘সেবা শ্রয়

সেবাশ্রয় কী?
নতুন বছর থেকে ডায়মন্ড হারবারের সাত বিধানসভায় চিকিৎসা শিবির চলবে। প্রতিটি বিধানসভায় ১০ দিন ধরে স্বাস্থ্য শিবিরের ভাবনা। দশ দিনের মধ্যে সাতদিন শিবির পরিচালনায় জেনারেল মেডিসিনের চিকিৎসকেরা একেক দিন বিধানসভা ভিত্তিক ৪০টি শিবির করার পরিকল্পনা। তিনদিন সুপার স্পেশালিটি বিভাগের চিকিৎসকেরা থাকতে পারেন। স্বাস্থ্য শিবিরের মাধ্যমে ‘চলমান-হাসপাতাল’ পরিষেবা দেওয়ার ভাবনা। স্বাস্থ্য শিবিরে সাধারণ রক্ত পরীক্ষার পাশাপাশি পোর্টেবল ইসিজি পরিষেবা দেওয়ার‌ও পরিকল্পনা। পঁচাত্তর দিন ধরে চলবে এই কর্মসূচিটি। আটশো চিকিৎসক যোগ উপস্থিত থাকবেন। প্রতি শিবিরে অন্তত দু’জন বিশেষজ্ঞ চিকিৎসক থাকছেন। সঙ্কটজনক রোগীদের জরুরি চিকিৎসার প্রয়োজন হলে ১২টি সরকারি-বেসরকারি হাসপাতালে পাঠানো হবে। হিমোগ্লোবিন-সহ রক্তের নানাবিধ পরীক্ষা-সহ ডেঙ্গি পরীক্ষার সুবিধা। তৎক্ষণাৎ ডায়গনিস্টিক টেস্ট‌ও রয়েছে।

এদিন অভিষেক ডাক্তারদের সাপক্ষে বলেন, অনেক রোগীর পরিবার ডাক্তারদের সঙ্গে দুর্ব্যবহার করে থাকেন। আমাদের অনেক জনপ্রতিনিধিদের সঙ্গেও দুর্ব্যবহার করা হয়। ঠিক আছে, কিন্তু ধৈর্য ধরে আপনারা শুনবেন বোঝাবেন। তার মানে এই নয়, আপনাদের উপর কেউ হাত তুলবে। আমি আপনাদের সঙ্গে থাকবো কথা দিচ্ছি। চিন্তা করবেন না আমি একটা নম্বর দিচ্ছি। আমি একটা স্পেশাল হেল্প লাইন নম্বর চালাই ” এক ডাকে অভিষেক” আমি বলছি আজ যাঁরা এই মিটিংয়ে, অনুষ্ঠানে এসেছেন আপনারা সকলে এই হেল্প লাইন নম্বর ফোন করতে পারেন। প্রয়োজনে আমি দশজনের কমেটি করে দেব। নম্বরটি হল ৭৮৮৭৭-৭৮৮৭৭। এই নম্বর ব্যস্ত থাকলে অভীককে জানাবেন

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours