যেন ম্যাজিক! মঙ্গলে পৌঁছে যাবেন মাত্র 90 দিনেই! এলন মাস্কের কামাল
মঙ্গলে যেতে চান? মাত্র 90 দিনেই এবার পৃথিবী থেকে পৌঁছে যেতে পারেন মঙ্গলে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। মঙ্গলে যেতে এবার সময় লাগবে মাত্র 90 দিন। আর এই কল্পনা বাস্তবে রূপ দিতে চলেছেন বিশ্বের অন্যতম ধনকুবের টেসলা কর্তা এলন মাস্ক। তিনি পরিকল্পনা করছেন এমন দ্রুতগতির মহাকাশযান তৈরি করার। তার জন্য সমস্ত রকম প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি। এমন কোন মহাকাশযান তৈরি করছেন মাস্ক? তা নিয়েই রহস্য জানা বেঁধে গিয়েছে। সাধারণত মঙ্গল গ্রহে পৌঁছতে সময় লাগে অন্তত নয় মাস। আর সেই সময়টাকে কমিয়ে আনতে নয়া প্রযুক্তির মাধ্যমে নতুন কোন মহাকাশযান তৈরি করতে চলেছে এলন মাস্ক?
গতির যুগে একটুও সময় নষ্ট করা মানেই বড়সড় ক্ষতি। আর দুঁদে ব্যবসায়ী তথা বিশ্বের অন্যতম ধনকুবের হিসাবে এই আপ্তবাক্য অক্ষরে অক্ষরেই মেনে চলেন টেসলা কর্তা এলন মাস্ক। আর তাই তাঁর সংস্থা স্পেসএক্স-এর হয়ে তিনি পরিকল্পনা করছেন এমন দ্রুতগতির মহাকাশযান তৈরি করার, যা ছয় থেকে নয় মাসের কোনও দূরত্ব অতিক্রম করতে পারবে মাত্র তিন মাসে। মানে ৯০ দিনে। মঙ্গল নিয়ে মহাকাশবিজ্ঞানীদের আগ্রহ-কৌতূহলের অন্ত নেই। এই গ্রহে অভিযান আগেও হয়েছে, পরবর্তীতেও হবে। স্পেসএক্স-ও এই দলে রয়েছে। সাধারণত, এই গ্রহে পৃথিবী থেকে পৌঁছতে সময় লাগে ছয় থেকে নয় মাস। কিন্তু মাস্কের দাবি, তাঁরা সঠিক এবং উন্নত প্রযুক্তি সহযোগে এমন মহাকাশযান তৈরি করে মঙ্গল গ্রহে পাঠাবেন যা এই দূরত্ব অতিক্রম করতে পারবে মাত্র ৯০ দিনে। টেসলা কর্তার দাবি, বর্তমানে স্টারশিপের বেগ ঘণ্টায় ৩৬ হাজার কিলোমিটার, যে হিসাবে সেটি মঙ্গলে পৌঁছতে পারবে ৮০ থেকে ১০০ দিনে।
+ There are no comments
Add yours