দিল্লি বিধানসভায় কংগ্রেস জোটের সঙ্গী হবেন না কেজরিওয়াল জানিয়ে দিলেন
দিল্লির বিধানসভা নির্বাচন আসন্ন। তাতে একাই লড়বে শাসকদল আম আদমি পার্টি। রোববার (১ ডিসেম্বর) এমনটাই জানালেন দলের সর্বময় নেতা অরবিন্দ কেজরিওয়াল।
তিনি জানিয়েছেন, বিধানসভা নির্বাচনে কোনও জোটের সঙ্গে থাকছে না আপ। অর্থাৎ, সব ক’টি কেন্দ্রেই প্রার্থী দেবে তারা। লোকসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে ‘ইন্ডিয়া’র শরিক হয়েছিল আপ। কিন্তু তাতে লাভ হয়নি। লোকসভায় আপের ভরাডুবি হয়েছে খাস দিল্লিতেই! সব আসনেই বিজেপি জিতেছে।
এবার বিধানসভা নির্বাচনের মুখে জোটে না থাকার কথা ঘোষণা করে দিলেন কেজরি। ফলে আরও এক বার ধাক্কা খেলো কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধী জোট ‘ইন্ডিয়া’।৭০ আসনের দিল্লি বিধানসভায় ৬২ জন বিধায়কই আপের। দিল্লি দখলের মরিয়া চেষ্টায় রয়েছে বিজেপি। এদিকে জোটের পথে না হেঁটে বিজেপির বিরুদ্ধে শক্তি প্রদর্শন করতে চাইছে আম আদমি পার্টি
দিল্লি বিধানসভা নির্বাচনে ইতিমধ্যেই ১১ আসনে প্রার্থী দিয়েছে আপ। প্রথম তালিকায় অবশ্য দলবদলুরা স্থান পেয়েছেন। ১১ জনের মধ্যে ৬ জনই বিজেপি বা কংগ্রেস ছেড়ে আম আদমি পার্টিতে সদ্য যোগ দিয়েছেন। মহারাষ্ট্রে মহা বিকাশ আঘাড়ির শোচনীয় ফলের জেরে প্রশ্নের মুখে কংগ্রেসের ভূমিকা। আর এবার দিল্লিতেও কংগ্রেসকে প্রত্যাখ্যান আপের।
বছর ঘুরলেই দিল্লি বিধানসভার ভোট। যদিও এখনও দিনক্ষণ ঘোষণা করেনি কমিশন। তবে মনে করা হচ্ছে, নতুন বছরের একেবারে শুরুতে ফেব্রুয়ারির আগেই ভোট হতে পারে।
তবে এই প্রথম কেজরি এমন সিদ্ধান্ত নিলেন তা নয়। এর আগে ২০২৪ সালের লোকসভা নির্বাচনেই পাঞ্জাবে ১৩টি কেন্দ্রের সব কটিতেই প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। কংগ্রেস জোট করতে চাইলেও সেই প্রস্তাবে সাড়া দেননি আপ সুপ্রিমো। একই অবস্থা দেখা যায় হরিয়ানাতেও। সেখানে বিধানসভা নির্বাচনে বার বার আলোচনা হলেও আসন ভাগাভাগিতে মতানৈক্য থাকায় জোট সম্ভব হয়নি। এবার দিল্লিতেও ‘একলো চলো’ নীতিই নিলেন কেজরি
+ There are no comments
Add yours