উপনির্বাচনে জয়ী ছয় তৃণমূল বিধায়কের শপথ গ্রহণ আজ

রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশনের মাঝে, সদ্য উপনির্বাচনে জয়ী *তৃণমূল কংগ্রেসের ছয় বিধায়ক* আজ, সোমবার, শপথ গ্রহণ করবেন। এই বিধায়করা হলেন *সিতাই, মাদারিহাট, তালড্যাংরা, মেদিনীপুর, হাড়োয়া ও নৈহাটি* আসন থেকে নির্বাচিত। রাজ্যপাল নিজেই বিধানসভায় উপস্থিত থেকে শপথ বাক্য পাঠ করানোর ইচ্ছা প্রকাশ করেছেন। 

*রাজ্যপাল ও বিধানসভার মধ্যে সাম্প্রতিক ইতিহাস* 
উপনির্বাচনে জয়ী বিধায়কদের শপথ নিয়ে অতীতে বিধানসভা ও রাজভবনের মধ্যে বেশ কিছুবার মতবিরোধ দেখা গিয়েছে। 
– সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াদ হোসেন সরকারের শপথ গ্রহণের প্রক্রিয়া নিয়ে বিতর্ক হয়। 
– ধূপগুড়ির বিধায়ককে রাজভবনে গিয়ে শপথ নিতে হয়। 
– বিধানসভার ভেতরে স্পিকারের মাধ্যমে শপথ পাঠ করানো নিয়েও রাজভবনের আপত্তি ছিল। 

*চলমান পরিস্থিতি ও সম্ভাবনা* 
বর্তমানে রাজভবন ও বিধানসভার মধ্যে কিছুটা সমন্বয় দেখা যাচ্ছে। 
– রাজ্যপাল *বিধানসভায় এসে শপথ করাতে চান*, যা বিধানসভা ইতিবাচকভাবে গ্রহণ করেছে। 
– মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও আজকের অনুষ্ঠানে থাকতে পারেন, ফলে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ হওয়ার স

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours