পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে পুরোনো বিল্ডিং ভেঙে অনিয়মের অভিযোগ
পটাশপুর ২ ব্লকের পঁচেট গ্রামে পুরোনো একটি পঞ্চায়েত অফিস বিল্ডিং ভাঙা নিয়ে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, কোনও আলোচনা ছাড়াই পঞ্চায়েত প্রধান পুরোনো বিল্ডিং ভেঙে যাবতীয় জিনিস সরিয়ে ফেলছেন। ২০২২ সালে নতুন বিল্ডিং চালু হওয়ার পর থেকে পুরোনো বিল্ডিংটি বেহাল অবস্থায় পড়ে ছিল। সম্প্রতি, বিল্ডিংটি ভাঙার কাজ শুরু হয় এবং এর পর থেকেই স্থানীয়রা অভিযোগ করতে শুরু করেন।
পঁচেট রাজবাড়ির সদস্য ফাল্গুনী দাস মহাপাত্র বলেন, “পুরোনো বিল্ডিং কেন ভাঙা হচ্ছে, এবং ভাঙা জিনিসপত্র কী কাজে ব্যবহৃত হচ্ছে—এটা আমাদের জানানো হয়নি।” তাঁর দাবি, পঞ্চায়েত প্রধান অবৈধভাবে পুরোনো বিল্ডিং ভেঙে নতুন বিল্ডিং তৈরির কাজ শুরু করেছেন।
অন্যদিকে, পঞ্চায়েত প্রধান সুরজিৎ প্রধান অভিযোগ অস্বীকার করে বলেন, “এটা কোনও অনিয়ম নয়। পঞ্চায়েতের মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরোনো বিল্ডিং ভেঙে এখানে একটি মার্কেট কমপ্লেক্স তৈরি হবে। ভাঙা ইট ও রাবিশ গ্রাম রাস্তা মেরামতের কাজে ব্যবহার করা হচ্ছে।” তিনি আরও জানান, বিরোধীরা রাজনীতি করার জন্য এ ধরনের অভিযোগ তুলছে
+ There are no comments
Add yours