রাজ্য পুলিশের গোয়েন্দা প্রধান বদলালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য পুলিশের গোয়েন্দা প্রধান রাজশেখরণকে পদচ্যুত করে অপেক্ষাকৃত কম গুরুত্বের এডিজি(ট্রেনিং) পদে বদলি করেছেন। এই পদে দময়ন্তী সেনের জায়গায় নিয়োগ করা হয়েছে রাজশেখরণকে। নতুন গোয়েন্দাপ্রধান কে হবেন, তা এখনও জানায়নি নবান্ন।
সম্প্রতি, নবান্নে এক বৈঠকে মুখ্যমন্ত্রী রাজ্য গোয়েন্দা বিভাগের কার্যক্রম নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন এবং সিআইডি-কে ঢেলে সাজানোর নির্দেশ দেন। এর পরই রাজ্য পুলিশের বিভিন্ন পদে ব্যাপক রদবদল করা হয়।
এছাড়া, রাজশেখরণ ছাড়াও এডিজি (পলিসি) পদে দময়ন্তী সেনকে বদলি করে শিবকুমারকে এডিজি (ইবি) পদে নিয়োগ করা হয়েছে। রাজীব মিশ্রকে এডিজি মডার্নাইজেশন পদে নিয়োগ করা হয়েছে।
সিআইডি-র নতুন প্রধান কে হবেন, তা এখনও স্পষ্ট হয়নি, তবে প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে, এডিজি সিআইডি-২ বিশাল গর্গ আপাতত গোয়েন্দা বিভাগের নেতৃত্ব দেবেন।
+ There are no comments
Add yours