অর্পিতা মুখোপাধ্যায়ের অসুস্থতার খবর, হাসপাতালে ভর্তি

নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পাওয়া সত্ত্বেও একের পর এক বিপদের মুখে পড়ছেন *অর্পিতা মুখোপাধ্যায়*। কিছুদিন আগেই তিনি তাঁর মা-কে হারিয়েছেন এবং এখন শারীরিক সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন। 

জানা গেছে, *মঙ্গলবার* *ই এম বাইপাস* সংলগ্ন একটি *বেসরকারি হাসপাতালে* ভর্তি হন অর্পিতা। তাঁর পেটের সংক্রমণের কারণে চিকিৎসকরা তাঁকে ভর্তি করার পর, হাসপাতাল সূত্রে জানা গেছে যে তাঁর অবস্থা বর্তমানে স্থিতিশীল। 

এর আগে, অর্পিতা তাঁর মায়ের *মৃত্যু* পরবর্তী সময়ে *প্যারোলে* জেল থেকে ছাড়া পেয়েছিলেন এবং মায়ের *শ্রাদ্ধানুষ্ঠান* শেষ করার জন্য তিনি *বেলঘড়িয়া* তাঁর বাড়িতে ফিরে গিয়েছিলেন। শ্রাদ্ধানুষ্ঠানের পরেই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হন

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours