কলকাতা থেকে সরাসরি লন্ডন ও ইউরোপে বিমান চালানোর প্রস্তাব বিধানসভায়
*কলকাতা, ৫ ডিসেম্বর ২০২৪:* ১৫ বছর পর কলকাতা থেকে লন্ডনগামী সরাসরি ননস্টপ উড়ান চালানোর প্রস্তাব রাজ্য বিধানসভায় উত্থাপিত হয়েছে। বর্তমান সময়ে কলকাতা থেকে ইউরোপে সরাসরি বিমান চলাচল বন্ধ হয়ে যাওয়ায়, দিল্লি, মুম্বই, হায়দরাবাদ এবং বেঙ্গালুরু থেকে এই সুবিধা থাকলেও কলকাতাবাসীকে ইউরোপ যেতে ট্রানজিট করতে হয়।
*চন্দ্রিমা ভট্টাচার্য* বিধানসভায় কলকাতা থেকে *লন্ডন, শিকাগো, নিউ ইয়র্ক* সহ বিভিন্ন গন্তব্যে সরাসরি উড়ান চালানোর পক্ষে আলোচনা শুরু করেছেন। মুখ্যমন্ত্রী *মমতা বন্দ্যোপাধ্যায়* অতীতে একাধিকবার এই প্রস্তাব উত্থাপন করেছিলেন, কিন্তু তা এখনও বাস্তবায়িত হয়নি।
চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, *নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের আন্তর্জাতিক চরিত্র* বজায় রাখতে এবং ইউরোপের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনের জন্য কলকাতা থেকে এই উড়ানগুলো চালু হওয়া প্রয়োজন। তিনি বলেন, “ব্রিটিশ এয়ারওয়েজের মতো অনেক উড়ান বন্ধ হয়ে গেছে, তবে এই উদ্যোগ কলকাতার আন্তর্জাতিক পরিকাঠামোকে আরও শক্তিশালী করবে।”
যদি বিধানসভায় এই প্রস্তাব পাস হয়, তবে কেন্দ্রীয়
+ There are no comments
Add yours