অ্যাডিলেডে বদলা নেওয়া হল না ভারতের, লজ্জার হার
ভারতের জন্য অ্যাজিলেডে পিঙ্ক বল টেস্টে ফের একবার লজ্জার হার হল। গতবারের মতো, এইবারও অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের ব্যাটিং লাইনে মারাত্মক ব্যর্থতা দেখা গেল। প্রথম দিন থেকেই অস্ট্রেলিয়া রাশ ধরে রাখে এবং তৃতীয় দিনেই ১০ উইকেটে ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরায়।প্রথম ইনিংসে ভারতের শেষ ১৮০ রান। ব্যাটিং ব্যর্থতা নীতিশ রেড্ডির ৪২ রানের লড়াকু ইনিংস ছাড়া ভারতীয় ব্যাটিং সম্পূর্ণভাবে ব্যর্থ হয়। মিচেল স্টার্কের ৬ উইকেট নেওয়ার পর ভারতে চাপ সৃষ্টি হয়। অস্ট্রেলিয়ার পাল্টা রেসপন্স অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৩৩৭ রানে শেষ হয়, ১৫৭ রানের বিশাল লিড পায়। ট্রেভিস হেডের ১৪০ এবং মার্নাস লাবুশেনের ৬৪ রানের ইনিংস ছিল গুরুত্বপূর্ণ। দ্বিতীয় ইনিংসে ভারতীয় ব্যাটিং: গোলাপী বলের অতিরিক্ত বাউন্সে ভারতীয় ব্যাটাররা অস্ট্রেলিয়ার বোলারদের সামনে আত্মসমর্পণ করে। দ্বিতীয় ইনিংসে ১৭৫ রানেই শেষ হয়। প্যাট কামিন্সের ৫ উইকেটের সামনে ভারতের ব্যাটিং ব্যর্থ হয়।শেষ ইনিংসে ১৯ রানের লক্ষ্য তাড়া ন্যাথান ম্যাকসুইনি এবং উসমান খোয়াজা সহজেই লক্ষ্যে পৌঁছে যায়। ভারতীয় বোলাররা ১ উইকেট নিতে পারেনি
অস্ট্রেলিয়ার এই জয় ভারতের জন্য চাপে ফেলেছে। সিরিজের তৃতীয় টেস্ট ১৪ ডিসেম্বর থেকে গাব্বা ব্রিসবেনে অনুষ্ঠিত হবে, যেখানে ভারতকে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।
+ There are no comments
Add yours