মধ্যপ্রাচ্যে ঘনীভূত হচ্ছে জটিল পরিস্থিতি, সিরিয়ায় বিপর্যয়
সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের নেতৃত্বাধীন সরকারের পতন কার্যত নিশ্চিত হয়ে উঠেছে। রবিবার, রাজধানী দামাস্কাসে ঢুকে পড়েছে সিরিয়ার প্রধান বিদ্রোহী গোষ্ঠীগুলোর দুটি, ‘হায়াত তাহরির আল-শাম’ এবং ‘জইশ আল-ইজ্জা’। তাঁদের এই আগ্রাসনের ফলে দামাস্কাস কার্যত বিদ্রোহীদের হাতে চলে গেছে। প্রেসিডেন্ট আসাদ নিজে রাজধানী ছেড়ে পালিয়ে গেছেন, গন্তব্যটি এখনও অজানা। মহাসচিব গাজি জালালি এর বক্তব্য সিরিয়ার প্রধানমন্ত্রী মহম্মদ গাজি জালালি জানিয়েছে, দেশের রাশ বিদ্রোহীদের হাতে তুলে দিতে প্রস্তুত সিরিয়ার সরকার। তবে, তিনি চান এটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হোক। আসাদ গাঁ ঢাকা দেওয়ার পর ক্ষমতা হস্তান্তরের কোনও আপত্তি নেই বলেও জানান তিনি।সামরিক বিশেষজ্ঞরা জানিয়েছেন, আসাদ বাহিনীর অবস্থান বেশ দুর্বল হয়ে পড়েছে ইজরায়েলি বিমানহানার পর। ফলে সুযোগ বুঝে দামাস্কাসের দিকে এগিয়ে এসেছে বিদ্রোহীরা। আসাদের পক্ষে রাশিয়ার এবং ইরানের সাহায্য রয়েছে, তবে তারা বড় আকারের প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। রবিবার সকালে দামাস্কাসে প্রবেশ করে বিদ্রোহীরা। সরকারি বাহিনী শহর ছেড়ে পালিয়ে যায়, যার ফলে বিদ্রোহীরা কোনও প্রতিরোধ ছাড়াই রাজধানী দখল করে নেয়। রাজধানী দখল করার পর থেকে দামাস্কাসে আতঙ্কের পরিবেশ, বাসিন্দারা ঘর থেকে বেরোতে পারছেন না এবং গুলির শব্দ শুনতে পাওয়া যাচ্ছে।সিরিয়ার এই টালমাটাল পরিস্থিতির প্রেক্ষিতে, ভারতীয় প্রবাসীদের জন্যও নির্দেশিকা জারি করেছে নয়াদিল্লি। তারা যত দ্রুত সম্ভব দেশে ফিরে আসতে বলেছেন সিরিয়াতে বসবাসরত ভারতীয়দের
+ There are no comments
Add yours