দিল্লির স্কুলে বোমাতঙ্ক: ইমেলে হুমকি, তদন্ত শুরু
সপ্তাহের শুরুতেই দিল্লির দুটি স্কুলে বোমা রাখা আছে বলে ইমেল পাওয়ার পর ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। রাজধানীর জিডি গোয়েঙ্কা স্কুল এবং আর কে পুরম দিল্লি পাবলিক স্কুল এই হুমকির মুখে পড়ে। স্কুল চত্বরে বোমা রাখা আছে বলে জানানো হয়। দাবি করা হয়, ৩০ হাজার মার্কিন ডলার (প্রায় ২৫ লক্ষ টাকা) না দিলে বোমা ফাটানো হবে। দমকল দপ্তরে সকাল সোয়া ৬টা এবং ৭টার মধ্যে ফোন আসে। স্কুলের পড়ুয়াদের বাড়ি পাঠানো হয়, আর ডগ স্কোয়াড ও বোমা নিষ্ক্রিয়করণ দল দিয়ে তল্লাশি চালানো হয়। দুটি স্কুল চত্বর ঘিরে ফেলে তল্লাশি শুরু করে। এখনও পর্যন্ত কোনও বিস্ফোরক পাওয়া যায়নি। পুলিশ সাইবার ফরেনসিকের সাহায্যে ইমেল প্রেরককে শনাক্ত করার চেষ্টা করছে। গত চার মাসে দেশজুড়ে একাধিকবার ভুয়ো ফোন ও ইমেলের মাধ্যমে বোমার হুমকি দেওয়া হয়েছে। চলতি বছর দিল্লির বিভিন্ন স্কুলেও এই ধরনের ঘটনা ঘটেছে। যদিও প্রতিবারই তা ভুয়ো প্রমাণিত হয়েছে। স্কুল চত্বরে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। ইমেলের খবর পাওয়ার পর অভিভাবক ও পড়ুয়ারা আতঙ্কিত হয়ে পড়েন। পড়ুয়াদের দ্রুত বাড়ি পাঠিয়ে দেওয়া হলেও আতঙ্কের পরিস্থিতি ছিল স্পষ্ট
+ There are no comments
Add yours