কলকাতায় ভুয়ো কল সেন্টারের হদিশ, গ্রেফতার ১৯ জন

বিশ্বাসযোগ্য সূত্রের ভিত্তিতে কলকাতা পুলিশ এবার খাস কলকাতায় ভুয়ো কল সেন্টারের সন্ধান পেল। পুলিশের অভিযানে গ্রেফতার হয়েছে ১৯ জন। কলকাতা-২০, পিএস-বালিগঞ্জের মুলেন রোডের একটি বিল্ডিংয়ে প্রথমতলার একটি ফ্ল্যাটে অবৈধ কল সেন্টারটি চলছিল। পুলিশ অভিযান চালিয়ে ওই স্থান থেকে ১৯ জনকে গ্রেফতার করে। 

এই চক্রটি নর্টন অ্যান্টি ভাইরাস এবং অন্যান্য প্রতিষ্ঠানের কর্মচারী হিসেবে নিজেদের পরিচিত করিয়ে বিদেশি নাগরিকদের সঙ্গে যোগাযোগ করত। তারা সফ্টওয়্যার ইনস্টল/আপডেট করার নামে মার্কিন যুক্তরাষ্ট্রের ডেস্কটপ সফ্টওয়্যার ব্যবহার করে গ্রাহকদের কম্পিউটার বা ল্যাপটপে দূরবর্তী অ্যাক্সেস নিত। 

এই চক্রের সদস্যরা গ্রাহকদের ৩০-২০০ ইউএস ডলার মূল্যের উপহার কার্ড কিনতে বাধ্য করত। পরবর্তীতে এই কার্ডগুলি বিভিন্ন বিক্রেতাদের কাছে বিক্রি করা হতো এবং সেখান থেকে প্রাপ্ত অর্থ নিজেদের অ্যাকাউন্টে জমা করা হতো। 

পুলিশ অভিযানে বেশ কিছু মোবাইল ফোন, ল্যাপটপ এবং রাউটার বাজেয়াপ্ত করেছে। এআরএস ডিডির অভিযোগের ভিত্তিতে একটি মামলা রেকর্ড করা হয়েছে, এবং গ্রেফতারদের আদালতে পেশ করা হবে

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours