প্রয়াত তবলাবাদক জাকির হুসেন, সঙ্গীত জগতে শূন্যতা
বিশ্ববিখ্যাত তবলাবাদক উস্তাদ জাকির হুসেন মৃত্যুবরণ করেছেন। সান ফ্রান্সিসকোর হাসপাতালে ৭৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে ‘ইডিয়োপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস’ রোগে ভুগছিলেন। রবিবার শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউতে ভর্তি করা হয়েছিল, যেখানে সোমবার তিনি জীবনের শেষ লড়াই হেরে যান। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি স্ত্রী আন্তোনিয়া মিনেকোলা এবং দুই কন্যা আনিসা কুরেশি ও ইসাবেলা কুরেশিকে রেখে গেছেন। তাঁর মৃত্যুসংবাদে পরিবারের তরফে বলা হয়েছে, “বিশ্বজুড়ে অসংখ্য সঙ্গীতপ্রেমীদের হৃদয়ে তাঁর অবদান অমর থাকবে এবং আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।”জাকির হুসেন, বিখ্যাত তবলাবাদক উস্তাদ আল্লা রাখা খানের পুত্র, ১৯৫১ সালের ৯ মার্চ জন্মগ্রহণ করেন। মাত্র ৩ বছর বয়সে তবলায় হাতেখড়ি শুরু করেন তিনি এবং ৭ বছর বয়সেই ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের কিংবদন্তিদের সঙ্গে মঞ্চে পারফর্ম করেন। তিনি ১৯৭৯ সালে মার্কিন কত্থক শিল্পী আন্তোনিয়া মিনেকোলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।দীর্ঘ ৬ দশকের সঙ্গীত জীবনে তিনি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত ও পাশ্চাত্য সঙ্গীতের মাঝে ‘জ্যাজ’-এর মিশেল ঘটান। তাঁর সঙ্গীতের দৃষ্টিভঙ্গি বিশ্বজুড়ে বিপুল প্রশংসা লাভ করে। তিনি ১৯৮৮ সালে পদ্মশ্রী, ২০০২ সালে পদ্মভূষণ এবং ২০২৩ সালে পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হন। তার সঙ্গে তিনি ৪টি গ্র্যামি অ্যাওয়ার্ডসহ একাধিক আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছিলেন।বিশ্ব সঙ্গীত জগতে তাঁর প্রয়াণ ভারতীয় সঙ্গীতের এক অপূরণীয় ক্ষতি হিসেবে বিবেচিত হচ্ছে
+ There are no comments
Add yours