রাহুল গান্ধীর ধাক্কায় বিজেপি’র দুই সাংসদ আহত, থানায় এফআইআর দায়ের
বৃহস্পতিবার সংসদ চত্বরে কংগ্রেস এবং বিজেপি সাংসদদের মধ্যে হাতাহাতির ঘটনায় দুই বিজেপি সাংসদ গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ। বিজেপির দাবি, বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ধাক্কায় এই ঘটনা ঘটে। এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আহত সাংসদদের সঙ্গে ফোনে কথা বলে তাঁদের শারীরিক অবস্থা জানার চেষ্টা করেছেন। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এ নিয়ে তীব্র সমালোচনা করেছেন। কংগ্রেস পক্ষ থেকে দাবি করা হয়েছে, বিজেপি সাংসদরা তাঁদের সংসদে প্রবেশে বাধা দিয়েছেন
+ There are no comments
Add yours