বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা অর্থাৎ পূর্ব মেদিনীপুরে একাধিক থানায় বদল করা হল একগুচ্ছ পুলিশ আধিকারিককে। এই রদবদলে শুরু হয়েছে ব্যাপক রাজনৈতিক চাপানউতোর। পূর্ব মেদিনীপুরের জেলা পুলিশ সুপারের তরফে বুধবার রাতে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। ১২টি থানার ওসি, ২৯ জন সাব-ইনস্পেক্টর এবং ১১ জন অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টরকে বদলির নির্দেশ দেওয়া হয়েছে। বাংলার রাজনীতিতে এই জেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনৈতিক সংঘর্ষের ঘটনার নজিরও রয়েছে। তাই ময়না, নন্দীগ্রাম, দিঘা, তমলুক সহ একাধিক থানায় এই রদবদল তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা যাচ্ছে, এটা রুটিন বদল। কেন্দ্রীয় নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী সাব-ইনস্পেক্টর ও অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর পদমর্যাদার পুলিশ আধিকারিক একটি মহকুমায় তিন বছরের বেশি কর্মরত থাকতে পারবেন না। তাই নির্বাচন কমিশনের নির্দেশ মেনেই নির্দেশ দেওয়া হয়েছে বলে দাবি পুলিশের। তবে এই ইস্যুতে শুরু হয়েছে রাজনৈতিক চাপান-উতোর। জেলায় বিরোধী দলের নেতারা দাবি করছেন, এমন একাধিক পুলিশ আধিকারিক আছেন, যাঁরা সদ্য বদলি হয়েছিলেন। ভোটের আগে তাঁদের ফের রাজ্য সরকার নিজেদের মতো করে বদলি করবে বলেও দাবি বিরোধীদের।
নন্দীগ্রাম থানার সাব ইনস্পেক্টর গার্গী বন্দ্যোপাধ্যায়কে হলদিয়া মহিলা থানার ওসি করা হয়েছে। খেঁজুরির হেড়িয়া ফাঁড়ির ‘ইনচার্জ’ শাহেনশা হক কে দিঘা মোহনা কোস্টাল থানার ওসি করা হয়েছে। কাঁথি থানার সাব-ইনস্পেক্টর শেখ আসিফউদ্দিনকে হেড়িয়া ফাঁড়ির ইনচার্জ করা হয়েছে। জেলা ডিআইবির সাব-ইনস্পেক্টর চন্দ্রকান্ত শাসমলকে তালপাটি ঘাট কোস্টাল থানার ওসি করা হয়েছে।