গীতিকার মিল্টু ঘোষ প্রয়াত

বছরের শুরু থেকেই নক্ষত্রপতন অব্যাহত। এবার প্রয়াত হলেন গীতিকার (lyricist) মিল্টু ঘোষ (Miltu Ghosh)। বার্ধক্যজনিত সমস্যা নিয়েই আজ বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯০ বছর। তাঁর নিজের বাসভবন বরানগরে। বার্ধক্যজনিত শারীরিক সমস্যার কারণে তিনি ভর্তি ছিলেন হাসপাতালে। সেখানেই জীবনাবসান হয় তাঁর। কিছুদিন আগেই প্রয়াত হয়েছেন সুরকার অসীমা মুখোপাধ্যায়। ‘চৌরঙ্গী’ ছবিটি প্রযোজনা করেছিলেন তিনি। অসীমার সুরে এবং মান্না দের কণ্ঠে এই ছবির জনপ্রিয় ‘বড় একা লাগে এই আঁধারে’ গানটির গীতিকার ছিলেন মিল্টু।

মিল্টু ঘোষ ‘এসো মা লক্ষ্মী বসো ঘরে’ গানের গীতিকার। আজও কোজাগরী পুজোয় এই গান রীতিমত জনপ্রিয়। গত বছর এই গানের ৫০ বছর পূর্ণ হয়েছে। ১৯৭৪ সালে মুক্তি পেয়েছিল বাংলা ছবি ‘দাবি’। সেই ছবিতে সুরকার ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়ের ভাই অমল মুখোপাধ্যায়। গানের কথা লিখেছিলেন মিল্টু। অবশেষে থামল সেই কলম।

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author